Apan Desh | আপন দেশ

ফুটবলারদের সঙ্গে নাস্তা করলেন তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ১৪ নভেম্বর ২০২৪

ফুটবলারদের সঙ্গে নাস্তা করলেন তাবিথ আউয়াল

টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। চেয়ারে বসতে না বসতেই সুখবর পেয়েছেন তিনি। নেপালে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়ন শিপের শিরোপা জিতেছে মেয়েরা। 

বিজয়ী সাবিনা-মনিকাদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা দিয়েছেন বাফুফের নতুন প্রধান। মেয়েরা নতুন কমিটিকে জয় দিয়ে বরণ করলেও তেতো স্বাদ দিয়েছেন ছেলেরা। নতুন কমিটি আসার পর বুধবার (১৩ নভেম্বর) প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ছেলেরা। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। কাল রাতে হারের পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে টিম হোটেলে গিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল।

খেলোয়াড়, কোচিং স্টাফ সকলের সঙ্গে নাস্তার টেবিলে বৈঠক করেছেন। পরের ম্যাচের জন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন। গত ম্যাচে যা হওয়ার হয়েছে। সামনের ম্যাচে জয়ের জন্য যথাসম্ভব ভুল এড়ানো এবং সেরা খেলা উপহার দেয়ার অনুপ্রেরণা দিয়েছেন সভাপতি বলেন ম্যানেজার আমের খান।

তাবিথ আউয়াল শুধু বাংলাদেশ দল নয়, সফরকারী মালদ্বীপ দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন নাস্তার টেবিলে। এতে মুগ্ধ হয়ে ম্যানেজার বলেন, ‘সভাপতি শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যেটা মূলত স্পোর্টসের স্পিরিট।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। কালকের ম্যাচে তিনি স্টেডিয়ামে ছিলেন। আজ সকালেই টিম হোটেলে গেছেন। বিগত সময় বাফুফে সভাপতির জাতীয় দলের টিম হোটেলে ঝটিকা সফরে সাধারণ সম্পাদক, ফেডারেশনের আরো ২-৩ জন কর্মকর্তা থাকতেন। নতুন সভাপতি একাই ছিলেন প্রায় ঘন্টা খানেক। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়