ছবি : সংগৃহীত
ক্রমেই আশাহত হচ্ছেন ব্রাজিল এবং নেইমারের ভক্তরা। জাতীয় দলে তো নেই, সৌদি প্রো লিগেও মাঠে নামতে পারছেন না এই ব্রাজিলিয়ান তারকা। এরইমধ্যে গুঞ্জন উঠেছে আরবের আল হিলাল ছেড়ে দিচ্ছে এই তারকা ফুটবলারকে।
তাকে জাতীয় দলে না পেয়ে এক প্রকার হতাশই ব্রাজিলের কোচ দরিভাল। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। অক্টোবর ফিকশ্চারের আগে মনে হয়েছিল বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা।
এরপর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায়। চিলির বিপক্ষে ২-১ গোলে ও পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ১০ ম্যাচে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ৩টায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। ম্যাচটি হবে এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে। নভেম্বর ফিকশ্চারে ব্রাজিলের পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায়।
চোটের কারণে চলতি মাসের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো। গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
রদ্রিগো ইনজুরিতে পড়ার কারণে বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে জল্পনার। ব্রাজিলের আগামী দুই ম্যাচে কার গায়ে শোভা পাবে রোনাল্ডো, কাকা, রোনাদিলহো ও নেইমারদের পরিহিত জার্সি, অবশেষে কৌতুহলি সমর্থকদের তা জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দরিভাল জানান, ব্রাজিলের ১০ নম্বর জার্সি ওঠবে রাফিনহার গায়ে। কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সেলেসাও সমর্থক।
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা। নিজের ক্লাব বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জাতীয় দলের জার্সিতেও ছন্দে আছেন রাফিনহা। পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।
আজ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল।
পরিসংখ্যান ইতিবাচক হলেও জুজুর ভয় পুরোপুরি কাটিয়ে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিল, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, সেলেসাওরা এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ভেনেজুয়েলা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।