ছবি : সংগৃহীত
আর কয়েক দিন পড়েই মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ঘরের মাঠে টাইগারদের মোকাবিলা করতে দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ১৫ সদস্যের দলে নেই জেসন হোল্ডার। জায়গা হয়নি গুড়াকেশ মোতিরও।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কাঁধের চোটে পড়েছেন হোল্ডার। এতেই দুই ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন দলের এই নিয়মিত মুখ। হোল্ডারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপস। দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট।
পেস আক্রমণে কেমার রোচের সঙ্গে ফিরেছেন আলজারি জোসেফ। আছেন নতুন সেনসেশন শামার জোসেফ ও জেইডন সেলসও। স্পিন বিভাগে আছেন জোমেল ওয়ারিকন ও কেভিন সিলক্লেয়ার।
ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার এবং আলজারি জোসেফ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হবে অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় টেস্ট আগামী ৩০ নভেম্বর জ্যামাইকায় অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।