Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৫, ১৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

ফাইল ছবি

আয়োজক স্বত্ব অনুসারে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে বসার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)  আইসিসিকে জানিয়েছে, তাদের সরকার পাকিস্তানে দল পাঠাতে রাজি না। ভারত সরকারের এ সিদ্ধান্ত জানার পর বৈশ্বিরক এ টুর্নামেন্টর সূচি প্রকাশ স্থগিত করা হয়েছে। 

এমন অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ ট্যুরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এটি মূলত চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ট্যুর। আইসিসির এ ট্যুরের অংশ হিসেবে শুক্রবার (১৫ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। সেখানে থাকবে এক সপ্তাহ। এরপর চলে যাবে অন্যান্য দেশে। বাংলাদেশের দুই শহরে ঘুরবে ট্রফিটি।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই সফরে ট্রফিটি পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে।  আরোহণ করবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচুঁ পাহাড় ‘কেটু’। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হতে যাওয়া লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে যাচ্ছে না ট্রফিটি।

আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফিটি থাকবে বাংলাদেশে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফি প্রদর্শনের কথা রয়েছে। 

বিসিবি আশা করছে, ক্রিকেটপ্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটভক্তদের উচ্ছ্বাস বাড়বে।

মূলত, বায়ুদূষণের মুখ্য কারণের পাশাপাশি অন্য শহরগুলোকে পর্যটনমুখী করতে এমন সিদ্ধান্ত পিসিবি এবং পাকিস্তান সরকারের। কিন্তু টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দেশেই পর্যায়ক্রমে ঘুরবে চ্যাম্পিয়নস ট্রফি।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়