চান্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদ : ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেটে কোচ বদল হওয়া নতুন কিছু নয়। তবে এবারের বিষয়টি একটু ভিন্ন। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে অভিযোগে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ছাঁটাই করেছে তা বিরল! জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারাসহ বেশ কয়েকটি কারণে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি শ্রীলঙ্কান কোচ অস্বীকার করলেও এতদিন মুখ খোলেননি নাসুম।
দীর্ঘ সময়ের নিরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্ছিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।
এ স্পিনার বলেন, এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না।
বিশ্বকাপের পরপরই বাংলাদেশের গণমাধ্যমে উঠে আসে নাসুমের চড় খাওয়ার বিষয়টি। এই ঘটনায় তখন বেশ ভেঙে পড়েছিলেন এই স্পিনার। সাক্ষাৎকারে জানিয়েছেন সেটিও, দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (বিশ্বকাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি, কিন্তু পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।
হাথুরুর অধীনে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নাসুম। তবে তার বিদায়ের পরেই ওয়ানডেতে ফিরেছেন এই স্পিনার। শারজায় বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে দলের হয়ে অবদান রেখেছেন বেশ। বাংলাদেশের একমাত্র জয়ের ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।
উল্লেখ্য, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেদিন। ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমেদকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ হাথুরুসিংহে। সবকিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে সেদিন তাকে চড় মারেন হাথুরু। হাথুরুসিংহের এমন ব্যবহারে সেদিন নাসুম কান্নায় ভেঙে পড়েছিলেন, উঠে এসেছে প্রতিবেদনে। প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও ঘটনাটি জানতে পারেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।