Apan Desh | আপন দেশ

যে কারণে মেসিদের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:২৮, ২০ নভেম্বর ২০২৪

যে কারণে মেসিদের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

ছবি : সংগৃহীত

পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই তাকে কোচ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসি। ভালই চলছিল তাদের জুটি। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন তিনি আর থাকছেন না মেসিদের সঙ্গে। হুট করেই পদত্যাগ করেছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্লাবের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। 

সদ্য সমাপ্ত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) দাপট দেখিয়েছে মায়ামি। এমএলএসের ইতিহাসের সর্বোচ্চ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা। জিতেছে সাপোর্টার্স শিল্ড সম্মান। এরপর আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এসব কিছুরই অন্যতম দাবিদার মার্টিনো।

চুক্তির আগেই মার্টিনোর এভাবে চলে যাওয়ার পেছনে কী কারণ তার বিস্তারিত জানা যায়নি। মায়ামি শুধু বলেছে, নিজের বিদায়ের আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তিনি। সঙ্গে থাকবেন ক্লাবের অন্যতম মালিক হোর্হে মাস ও ফুটবল অপারেশন্সের প্রেসিডেন্ট রাউল সানলেহি। 

মার্টিনো আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়