ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ হয়ে গেলেও মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন নতুন দায়িত্ব। এ সফরে তিনি পালন করবেন ব্যাটিং কোচের ভূমিকা। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। তাই সদ্যনিযুক্ত সালাহউদ্দিন ক্যারিবীয় সফরে ব্যাটিং বিভাগ দেখভাল করবেন।
হেম্প ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ। তাকেই দেয়া হয়েছিল জাতীয় দলের ব্যাটিং কোচের মর্যাদা। তবে হেম্পের অধীনে টাইগারদের ব্যাটিংয়ের হাল তথৈবচ। বোলিং ইউনিটের সাফল্যও মলিন হয়ে যাচ্ছে ব্যাটারদের ব্যর্থতায়। হেম্প তাই দায়িত্ব হারালেন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে সালাউদ্দিনের ভূমিকা বদলের বিষয়টি। প্রতিবেদনে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, হেম্প দলের অংশ নন কারণ আমরা মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছি। তিনি আমাদের ব্যাটিং দেখবেন।
ক্যারিবীয় সফরে হেম্পের অনুপস্থিতিতে বোঝা যায় তিনি আবার এইচপির প্রধান কোচ হিসেবে ফিরে আসবেন। এ ছাড়া নাফিস আরও জানিয়েছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট পদে মহসিন শেখের পরিবর্তে ভারতের অক্ষয় হিরেমাথকে নেয়া হয়েছে।
বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তানি বংশোদ্ভুত অ্যানালিস্ট মহসিন ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে থাকছেন না। আগামীতেও থাকবেন কিনা তা সূত্র নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করবেন মহসিন শেখ।
শুক্রবার (২২ নভেম্বর) থেকে অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট জ্যামাইকাতে শুরু হবে ৩০ নভেম্বর। পূর্ণাঙ্গ এই সফরে রয়েছে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৮, ১০ ও ১২ ডিসেম্বর। ১৬, ১৮ এবং ২২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।