বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক টেস্ট সিরিজের ট্রফি হাতে
নিজেদের দুই যুগের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের অনন্য নজির গড়েছিলো বাংলাদেশ। কিন্তু ভারতের মাটিতে পরের টেস্ট সিরিজেই পুরোনো রুপে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। রোহিত-কোহলিদের কাছে রীতিমত ধরাশয়ী হন শান্তরা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। একটি পূর্ণাঙ্গ সফরে ক্যারিবীয় দ্বীপে গেছে বাংলাদেশ দল। তবে সে দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার। পঞ্চপাণ্ডবের একজনও নেই দলে। বাংলাদেশ সময় শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন এক বাংলাদেশের দেখা মিলবে।
দেড় যুগের মধ্যে প্রথমবারের মত এ টেস্টে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়া খেলতে নামছে টাইগাররা। বদলে গেছে দলের নেতৃত্বও। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়েছেন। তাই অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
এ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বোলিং করতে গিয়ে হাঁটু ও গোড়ালির চোটের শিকারের পরপরই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালের সে বিজয়ের মিশনেই অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর সময়ের প্রবাহতায় ২০২১ সালে শেষ হয়েছে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার। তামিম ইকবালও খেলছেন না ২০২৩ সালের এপ্রিল থেকে।
শুধু সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমই টেস্ট খেলা চালিয়ে যাচ্ছিলেন। সাকিব রাজনৈতিক নানা টানাপোড়েনে দলে অনিশ্চিত, এই সিরিজে খেলছেন না। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে নেই মুশফিকুর রহিমও।
তবে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরমেন্সের কারণে টেস্ট অভিষেক হতে পারে হাসান মুরাদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩১ ম্যাচে ১৩৯ উইকেট আছে তার। ইনিংসে ১২বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন মুরাদ। গত বছর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোন উইকেট পাননি মুরাদ।
শান্তর জায়গায় দলে নেয়া হয়েছে শাহাদাত হোসেন দীপুকে। গেল বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর ৪ টেস্টের ৮ ইনিংসে ১১৮ রান করেছেন তিনি। এ বছরের এপ্রিলে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন এই ডান-হাতি ব্যাটার।
বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, শাহাদাত হোসেন দিপু, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কিমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।