Apan Desh | আপন দেশ

আট ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২২ নভেম্বর ২০২৪

আট ক্রিকেটারকে নিষিদ্ধ করল বিসিবি

ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত-ই নানা ঘটনা ঘটে। সেসবের অনেকটাই চলে যায় আড়ালে। খুব বড় কিছু না হলেও তা নিয়ে উচ্চাবাচ্চ্য হয় না। এবার সেই রকমই বড় কান্ড ঘটোছল ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। 

পূবেরগাঁও ক্রিকেট একাডেমি মাঠে সোমবার তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফফির স্পোর্টিং ক্লাবের ম্যাচে মরামারির ঘটনা ঘটেছে। ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটাররা অনবরত স্লেজিং করেছেন বিপক্ষকে। ম্যাচ শেষে সৌজন্য বিনিময়ের সময়েও তার রেশ ছড়িয়ে পড়ে। তর্ক গড়ায় মারামারিতে। জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। 

মাঠেই মারামারি এবং তাতে কর্মকর্তাদের জড়িয়ে পড়ায় বিসিবির শৃঙ্খলার লেভেল-৪ ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণ হয়েছে। এতে দুই দলের ৮ জন খেলোয়াড় এবং একজন কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়