নেপালে স্বর্ণজয়ী হুমায়রা হায়দার জারা
মাস দুই আগে নেপালে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছে নারী ফুবলাররা। এবার দেশকে রৌপ্য পদক উপহার দিলেন হুমায়রা হায়দার জারা। এমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস টুর এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় এ পদক জিতেছেন বাংলাদেশি এ খেলোয়াড়।
ঠমান্ডুতে চলমান এ আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে প্রথমে রুপা জেতেন জারা। এরপর মেয়েদের দ্বৈতে ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়েও রুপা জিতেছেন।
এককের ফাইনালে জারাকে হারিয়ে দেন নেপালের খেলোয়াড় শিভালি গুরুং। আর দ্বৈতে এ জুটি ফাইনালে হেরে গেছেন নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে।
জারা এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে সাফল্য বয়ে এনেছেন। এর আগে ২০২২ সালে ইউরোপিয়ান বয়স ভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতায় বালিকা এককে তৃতীয় স্থান ও বালিকা দ্বৈতে রানার আপ হয়েছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।