আইপিএলের ট্রফি। ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরের মেগা নিলাম বসতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই দিন ব্যাপী এ নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর। তার আগেই আইপিএলের আগামী তিন আসরের শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই এর আগে কখনোই আইপিএলের তিন বছরের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
২০২৫ আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। দীর্ঘ দুই মাস ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরবর্তী দুই আসরও কমবেশি একই সময়ে শুরু হবে। ২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। এরপর ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার।
আসন্ন আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সে আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাধারণত আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মতামত নিয়ে আইপিএলের সূচি ঘোষণা করা হয়। তবে এবার সে রীতিতে খানিক বদল এনে মেগা নিলামের আগেই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেয়া হলো। তাতে অবশ্য সুবিধা অনেকরকম।
নিলামের আগে টুর্নামেন্টের দিনক্ষণ জেনে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সে মতো নিলামের পরিকল্পনা করা যাবে। আবার ক্রিকেটাররাও এ সূচিমতো নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।