ছবি: সংগৃহীত
এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ভালো শুরু করা উইন্ডিজের ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ফেরান তিনি। পরে ফেরান তিনে নামা কেসি কার্টিকে।
ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার মাইকেল লুইস ২৫ রান করেছেন। তার সঙ্গী কাভেম হগ। ব্রাথওয়েট ৪ ও কার্টি শূন্য করে ফিরেছেন।
এন্টিগার উইকেট পেস বান্ধব হয়। বাংলাদেশ দল তিন পেসার নিয়ে খেলছে। তবে গতিময় পেসার নাহিদ রানা নেই একাদশে। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম জায়গা পেয়েছেন। স্পিন আক্রমণে মেহেদী মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলামও।
ওয়েস্ট ইন্ডিজের একাদশে আছেন চার পেসার। তারা হলেন- সামারাহ জোসেপ, জাইডেন সিলস, কেমার রোচ ও আলজারি জোসেপ। এর আগে এন্টিগায় দু’বার টেস্ট খেলেছে বাংলাদেশ। দু’বারই দেখেছে ব্যাটিং ধস।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ, কেমার রোচ, জাইডেন সিলস, শামারাহ জোসেপ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।