Apan Desh | আপন দেশ

ইউএই’র উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২০, ২৪ নভেম্বর ২০২৪

ইউএই’র উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। রোববার (২৪ নভেম্বর) সে উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। 

ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

চলতি মাসের শেষদিকে আমিরাতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। তামিমের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। গতবার খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন মারুফ মৃধা এবং শিহাব জেমস। মূল দলের ১৪ জন ছাড়াও স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৪ জনকে।

২৯ নভেম্বর পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। টুর্নামেন্টে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। একই গ্রুপে থাকা অন্য দলগুলো হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে ভারত, পাকিস্তানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য ও সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়