Apan Desh | আপন দেশ

ফলোঅন এড়ালেও দিন শেষে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৬, ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৩৬, ২৫ নভেম্বর ২০২৪

ফলোঅন এড়ালেও দিন শেষে চাপে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছেন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ

ঘরের মাঠের সুবিধা পুরোপুরি আদায় করে নিচ্ছে ক্যারিবিয়ানরা। ব্যাটে ঝড় তুলে বড় পুঁজি গড়ে এবার বাংলাদেশের ব্যাটারদের টুটি চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। কোনমতে ফলোঅন এড়াতে পারলেও চাপে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। 

দিনের খেলা শেষ হওয়ার আগে স্কোর বোর্ডে ২৬৯ রান জমা করতে পেরেছে টাইগাররা। ফলে এখনও স্বাগতিকদের থেকে ১৮১ রানে পিছিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন। সোমবার (২৫ নভেম্বর) তাদের চেষ্টা থাকবে আরও রান যোগ করা।

গতকাল রোববার অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও মুমিনুল হক। প্রথম ৮ ওভারে ২৪ রান যোগ করেছিলেন তারা। যদিও ধৈর্য হারিয়ে কেমার রোচের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এজ হয়ে প্রথম স্লিপে কেভাম হজের হাতে ক্যাচ দেন দিপু। ফলে তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়।

দিপু আউট হয়েছেন ৭১ বলে ১৮ রান করে। এরপর তৃতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গ দিতে আসেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। প্রথম সেশনের বাকি সময়টা লিটনকে নিয়ে বেশ ভালোই সামাল দিয়েছেন মুমিনুল। হাফ সেঞ্চুরির অপেক্ষা নিয়ে ৩৮ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যান মুমিনুল। তার সঙ্গে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন। বাংলাদেশ ৩ উইকেটে ১০৫ রান নিয়ে লাঞ্চে যায়।

মধ্যাহ্নভোজের বিরতির পর ১১৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫০ রানেই জেইডেন সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বাংলাদেশের এই বিশেষজ্ঞ টেস্ট ব্যাটার। এরপর লিটনকে সঙ্গ দিতে আসেন মেহেদী হাসান মিরাজ।

দুজনে মিলে বেশ ভালোই এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশকে। তবে শামার জোসেফের এক লেন্থ ডেলিভারিতে এই জুটি ভেঙেছে। অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে ইন সাইড এজ হয়ে বোল্ড হন লিটন। ব্যক্তিগত ৪০ রানে তিনি সাজঘরে ফিরেছেন। এরপর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী।

প্রথম সেশনে ৬৫ রান তুলেছিল বাংলাদেশ। তবে একটি উইকেট হারিয়েছিল টাইগাররা। দ্বিতীয় সেশনে ২ উইকেট হারায় বাংলাদেশ। রান তুলতে পারে ৬০। বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান তুলে চা পানের বিরতিতে যায়। মিরাজ ২২ ও জাকের ৫ রান নিয়ে অপরাজিত থাকেন।

বিরতির পরই মিরাজকে হারিয়েছে বাংলাদেশ। শর্ট বলে ফাঁদ পেতেছিলেন আলজারি জোসেফ। বাউন্সার দিয়ে মিরাজকে বাধ্য করেন শর্ট লেগে ক্যাচ দিতে। আর তাতেই ১৬৬ রানে বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়। আর মিরাজ ফিরেছেন ২৩ রানে।

এরপর তাইজুল ইসলামকে নিয়ে বিপর্যয় সামাল দেন জাকের। দুজনের হাত খুলে খেলেছেন। জাকেরের সঙ্গে সপ্তম উইকেটে ৬৮ রানের জুটি গড়ার পর আউট হন তাইজুল। আলজারি জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ২৬ রান করেন তাইজুল। সঙ্গী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন জাকের।

শামার জোসেফকে চার মেরে তিনি হাফ সেঞ্চুরিতে পৌঁছান। তবে তাকে ইনিংস লম্বা করতে দেননি জাস্টিন গ্রেভস। ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর হাসান মাহমুদ ও তাসকিন মিলে বাংলাদেশকে ফলো অন এড়াতে সাহায্য করেন। তবে এই দুজনের জুটি লম্বা হতে দেননি গ্রেভস। হাসান মাহমুদকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন এই পেসার। এরপর আলোক স্বল্পতার কারণে আগে ভাগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়