Apan Desh | আপন দেশ

এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২৫ নভেম্বর ২০২৪

এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদের বড় জয়

ছবি : সংগৃহীত

অনেক আলোচনা-সমালোচনা এবং নাটকীয়তার জন্ম দিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। তবে স্বপ্নের ক্লাবে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছিলেন না ফরাসি তারকা। ফলে সমালোচনার শিকার হতে হচ্ছিল বিশ্বকাপ জয়ী এ ফুটবলারকে। লিভারপুল ম্যাচের আগে  ফর্মে ফিরে মাদ্রিদ ক্লাবকে স্বস্তিতে রাখলেন।

গোল করেই সমালোচনার জবাব দিয়ে দিলেন এমবাপ্পে। তার এবং জুড বেলিংহ্যামের গোলে বড় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লেগানেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আগামী বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে ব্লকবাস্টার ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 

লেগানেসের মজবুত ডিফেন্স রিয়ালকে আটকে রেখেছিল দীর্ঘ সময়। গোলশূন্যতে প্রথমার্ধ শেষ হওয়ার আভাস মিলেছিল। তবে বিরতির তিন মিনিট আগে ভিনিসিয়ুস জুনিয়রের যোগসাজশে চলতি মৌসুমের সপ্তম লিগ গোল করেন এমবাপ্পে, পাঁচ ম্যাচে প্রথম।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে উভয় দলের রক্ষণভাগকে ফাঁকি দিতে ব্যর্থ হয় দু’দলের ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় গোল পায় রিয়াল মাদ্রিদ। চমৎকার ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। 

৮৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। লুকা মদ্রিচের কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লেগানেস। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে ফাঁকা জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন বেলিংহ্যাম।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ম্যাচে রিয়াল ভক্তদের অন্যতম প্রাপ্তি এমবাপ্পের গোল পাওয়া। দীর্ঘদিন ধরেই গোল খরায় ভুগছিলেন এই ফ্রেঞ্চ তারকা। জুড বেলিংহ্যামও বরাবরের মত মুগ্ধ করেছেন। নিজে গোল পেয়েছেন, সতীর্থদের গোলের সুযোগ বানিয়ে দিয়েছিলেন। 

ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য গোল পাননি, তবে আলো ছড়ানোর ক্ষেত্রে কম যাননি তিনিও। গোলের সুযোগ তৈরি করেছেন পাঁচবার, সফল ড্রিবলিং আছে পাঁচটা। ডুয়েল জিতেছেন দশবার।

এই জয়ে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে দুইয়ে উঠলো রিয়াল। বার্সেলোনার (১৪) চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান থেকে চার পয়েন্ট দূরে তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়