আইপিএলের নিলামে উপেক্ষিত বাংলাদেশিরা ।
আইপিএলের ১৮তম আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় বসেছে মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) চলছে দ্বিতীয় দিনের নিলাম।
এ পর্বে অবিক্রীতদের পুনরায় কেনার জন্য আহবান করা হয়। প্রথম দিন অবিক্রীত থাকা দেবদূত পাডিকেলকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ডেভিড ওয়ার্নারকে নিয়ে এদিনও আগ্রহ দেখায়নি কেউ। অবশ্য দল পেয়েছেন গ্লেন ফিলিপস। তাকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। দেড় কোটি ভিত্তিমূল্যে আজিঙ্কা রাহানেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ভিত্তিমূল্যে তারা শেষদিকে দলে টেনেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকেও।
নিলামে তোলাই হয়নি সাকিব-লিটনদের
আইপিএলের মেগা নিলামে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন ছাড়া ১২ বাংলাদেশির আর কারও নাম ডাক হয়নি। উপেক্ষিত থেকেছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা।
১৩ বছরের বৈভব সূর্যবংশী রাজস্থানে
মাত্র ১৩ বছর বয়সেই সবাইকে চমকে আইপিএলের মেগা নিলামে দল পেলেন বৈভব সূর্যবংশী। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের বৈভবকে নিয়ে কাড়াকাড়ি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে কিনে নেয় রাজস্থান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী, আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে দল পেয়েছে এ কিশোর।
বড় ভাই দল না পেলেও, পেয়েছেন ছোট ভাই
৭৫ লাখ ভিত্তিমূল্যের সরফরাজ খান দল না পেলেও, পেয়েছেন তার ছোট ভাই মুশির খান। ১৯ বছর বয়সি এ ব্যাটারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টেনেছে পাঞ্জাব কিংস।
২১ বছরের ইংলিশ অলরাউন্ডারকে নিতে বেঙ্গালুরুর খরচ ২ কোটি ৬০ লাখ রুপি
২১ বছরের ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেথেলকে ২ কোটি ৬০ লাখ রুপি খরচে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ কোটি ২৫ লাখ ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। আরেক ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্সেকে ১ কোটি রুপিতে কিনেছে হায়দরাবাদ। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে মুম্বাই ইন্ডিয়ান্সে ইংলিশ পেসার রিস টপলি।
পাঞ্জাবের নাথান এলিস এবার চেন্নাইয়ে
গত চার মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলা অজি বোলার নাথান এলিসকে এবার দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ১ কোটি ভিত্তিমূল্যের এ পেসার দলে ভেড়াতে চেন্নাইয়ের খরচ ২ কোটি রুপি।
স্যান্টনারকে ভিত্তিমূল্যে কিনল মুম্বাই
নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। মুম্বাই বাদে কেউ তার জন্য আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাকে কিনেছে মুম্বাই। এদিকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আফগান পেসার ফারুকিকে কিনেছে রাজস্থান।
মোস্তাফিজকে কিনল না কেউ
গত আসরে চেন্নাইতে খেলা মোস্তাফিজকে এবার কিনল না কোনো ফ্র্যাঞ্চাইজি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই ছাড়াও আইপিএলে মোস্তাফিজ খেলেছেন রাজস্থান, দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদের হয়ে। এদিকে টাইগার স্পিনার রিশাদ হোসেনকেও দলে নেয়নি কেউ।
উইল জ্যাকসকে দলে নিল মুম্বাই, অবিক্রীত মঈন
ইংল্যান্ডের ব্যাটসম্যান উইল জ্যাকসকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার জন্য মুম্বাই খরচ করেছে ৫.২৫ কোটি রুপি। এদিকে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী অবিক্রীত রয়ে গেছেন। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন ৩৭ বছর বয়সি এ ক্রিকেটার।
সেই সাকিবকে কিনল না কেউ
তিনি বাংলাদেশের সাকিব নন, তিনি বিহারের গোপালগঞ্জের সাকিব হুসেইন। এবারের নিলামের আগে তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল বাংলাদেশে। তবে সেই সাকিব হুসেইন অবিক্রীত রয়ে গেছেন। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি হলেও তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।
দল পেলেন না মুজিব, ৪.৮০ কোটিতে মুম্বাইয়ে গজানফর
গজানফরের ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। তবে শেষ পর্যন্ত ১৮ বছর বয়সি এ আফগান স্পিনারের দাম উঠেছে ৪.৮০ কোটি রুপি। তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দল পাননি আরেক আফগান স্পিনার মুজিব-উর রহমান।
দীপক চাহারের জন্য মুম্বাইয়ের খরচ ৯.২৫ কোটি
ভারতীয় এ পেসারের জন্য চড়া মূল্য খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩২ বছর বয়সি এ পেসারকে পেতে ত্রিমুখী লড়াই দেখতে পাওয়া যায়। যেখানে মুম্বাইয়ের সঙ্গে তাকে পেতে লড়ছিল পাঞ্জাব ও চেন্নাই। ২ কোটির এ পেসারকে শেষ পর্যন্ত ৯.২৫ কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই।
১০ কোটি ৭৫ লাখে ভুবনেশ্বরকে দলে ভেড়াল বেঙ্গালুরু, ৮ কোটিতে দিল্লিতে মুকেশ কুমার
ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেখানে থেকে মুম্বাইয়ের সঙ্গে লড়াই করে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচায় ভুবনেশ্বরকে দলে ভেড়ায় আরসিবি। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় এ ভারতীয় পেসার। এদিকে ৮ কোটি রুপিতে পেসার মুকেশ কুমারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
তুষার দেশপান্ডের দাম উঠলো ৬ কোটি ৫০ লাখ
১ কোটি রুপি ভিত্তিমূল্যের তুষারকে ৬ কোটি কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়াল রাজস্থান। চেন্নাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত দেশপান্ডকে দলে নেয় রাজস্থান। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন দেশপান্ডে।
৫ কোটি ৭৫ লাখে বেঙ্গালুরুতে ক্রুনাল পান্ডিয়া
ক্রুনালের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে দলে ভেড়াতে বেঙ্গালুরুর খরচ করতে হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি।
প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে কাড়াকাড়ি
প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেনের ভিত্তি মূল্য ছিল ১ কোটি ২০ লাখ। কিন্তু তাকে দলে ভেড়াতে কাড়াকাড়ি চলল পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের। শেষ পর্যন্ত ৭ কোটিতে তাকে দলে ভেড়াল পাঞ্জাব।
চেন্নাইয়ে গেলেন স্যাম কুরান
২ কোটি ৪০ লাখে ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
নিলামে ভাগ্য সহায় হলো না আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল ও শার্দুল ঠাকুরের। ৩ কোটি ২০ লাখে গুজরাটে সুন্দর। এ অলরাউন্ডারকে দলে ভেড়াতে দর কষাকষিতে নেমেছিল গুজরাট টাইটান্স ও ও লখনৌ সুপার জায়ান্টস। শেষ পর্যন্ত জয় গুজরাটের।
রোভম্যান পাওয়েলকে দলে ভেড়াল কলকাতা
১ কোটি ৫০ লাখ রুপিতে এ ক্যারিবীয়কে দলে ভিড়িয়েছে কেকেআর। আর ২ কোটিতে দিল্লির কাছে বিক্রি হলেন ফাফ ডু প্লেসি।
দল পেলেন না কেইন উইলিয়ামসন এবং গ্লেন ফিলিপস
দল পেলেন না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং অলরাউন্ডার গ্লেন ফিলিপস।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।