ফাইল ছবি
১ এপ্রিল, ২০১৪ সালে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে তাসিকন আহমেদের অভিষেক হয়। শুরুটা হয় টি টোয়েন্টি দিয়ে। একই বছরের জুনে ওয়ানডে অভিষেকও হয় তাসকিনের। এরপর দেখতে দেখতে কেটে গেছে ১০ বছরেরও বেশি সময়। তরুণ সে পেসার এখন দলের সিনিয়রদের একজন। পেস ইউনিটের প্রাণ।
তবে ইনজুরির সমস্যার কারণে টেস্টে ক্রিকেটে এতদিন তাসকিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারনেনি। বা বলা যায় খুব একটা খেলারই সুযোগ পাননি। ২০১৭ সালে অভিষেক হলেও খেলছেন মাত্র ১৬ তম টেস্ট। তবে শতভাগ ফিট তাসকিন যে লাল বলেও কতটা ভয়ানক হতে পারেন সেটাই যেন দেখালেন অ্যান্টিগাতে। ইনসুইং, শর্ট বল, লেন্থ বল, ইয়র্কার সব ধরনের ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন তাসকিন।
অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাকাইল লুইস, কেসি কার্টি, হজ, জাস্টিন গ্রেভস, শামার জোসেফ ও কেমার রোচসহ ৬ উইকেট নিয়েছেন তাসকিন। যার মধ্যে শামার জোসেফকে দারুণ এ ইয়র্কারে বোল্ড করেই টেস্টে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন স্পিডস্টার।
এর আগে, টেস্টে তার সেরা বোলিং ফিগার ছিল ৩৭ রানে ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার তাসকিন। ক্যারিবিয়ানে ফাইফার পাওয়া দ্বিতীয় পেসার। আর ৬ উইকেট পাবার হিসেবে বাংলাদেশের পঞ্চম পেসার তাসকিন।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।