২০২৫ আইপিএলের ১০ দামি খেলোয়াড়।
আইপিএল ২০২৪ মেগা নিলামে চমকপ্রদ দাম উঠেছে ক্রিকেট তারকাদের। এবারের নিলামে ইতিহাসের সব রেকর্ড ভেঙে ৫৭৭ খেলোয়াড়ের মধ্যে থেকে ১৮২ জনকে দলে ভিড়িয়েছে ১০ ফ্র্যাঞ্চাইজি।
যেখানে সর্বোচ্চ দাম পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পন্ত। সর্বোচ্চ দামের নিরিখে সেরা পাঁচে নেই কোনো বিদেশি ক্রিকেটার। তবে ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন চার জন।
মেগা নিলামের প্রথম দিনই রোববার (২৪ নভেম্বর) সর্বোচ্চ ২৭ লাখ রুপি দাম পেয়েছেন পন্ত। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে দলে ভেড়াতে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই চালিয়ে সফল হয় লক্ষ্নৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে এটিই সর্বোচ্চ দামের রেকর্ড। গত বছর পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি।
পন্তের আগে অবশ্য আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ডটা গড়েছিলেন শ্রেয়াস আইয়ার। তিনি ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম পেয়েছিলেন। কিন্তু তার রেকর্ডটিও ২০ মিনিটও স্থায়ী হয়নি। ২ কোটি ভিত্তিমূল্যের এ ক্রিকেটারকে পেতে নিজেদের পকেটের সর্বোচ্চ খরচটা করে পাঞ্জাব কিংস।
সর্বোচ্চ দামের নিরিখে তিনে আছেন ভেঙ্কটেশ আইয়ার। তাকে ফের নিজেদের দলে ধরে রাখতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স।
তিন ব্যাটারের পরে তালিকার চারে জায়গা করে নিয়েছেন একজন পেসার। ভারতীয় পেসার আর্শদীপ সিংকে নিজেদের ডেরায় ধরে রাখতে ১৮ কোটি রুপি খরচ করে পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার দল সমান অর্থ খরচ করে ধরে রেখেছে স্পিনার যুজবেন্দ্র চাহালকেও।
বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়ে তালিকার ছয়ে জায়গা করে নিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। তাকে দলে ভেড়াতে ১৫ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে গুজরাট টাইটান্স। সাতে আছেন আরেক ভারতীয় ক্রিকেটার। লক্ষ্নৌর গত আসরের অধিনায়ক লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
তালিকার পরের তিন জনই বিদেশি পেসার। তিন জনই আবার সমান মূল্য পেয়েছেন। ১২ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে কিউই পেসার ট্রেন্ট বোল্টকে মুম্বাই ইন্ডিয়ান্স, ইংলিশ পেসার জফরা আর্চারকে রাজস্থান রয়্যালস আর অজি পেসার জশ হ্যাজলউডকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেহ্জার্স বেঙ্গালুরু।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।