Apan Desh | আপন দেশ

ফিটনেস পরীক্ষায় পাস তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ নভেম্বর ২০২৪

ফিটনেস পরীক্ষায় পাস তামিম ইকবাল

তামিম ইকবাল। ফাইল ছবি

তামিম জাতীয় দলে ফেরা নিয়ে নানা প্রশ্ন ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা তামিম এবার ফিরছেন এনসিএল দিয়ে। সেজন্য ফিটনেস পরীক্ষাও দিতে হয়েছে তাকে। তবে ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন বাঁহাতি এ ওপেনার।

আসন্ন জাতীয় লিগের (এনসিএল) সংক্ষিপ্ত সংস্করণের মাধ্যমেই মাঠে ফিরবেন তামিম ইকবাল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তিনি ফিটনেস পরীক্ষায় ইতিবাচক ফল পেয়েছেন। এনসিএলে খেলতে আর কোনো বাধা নেই। এবার শুধু মাঠে নামার অপেক্ষা।  
 
প্রিমিয়ার লিগের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। তবে সর্বশেষ কয়েক সপ্তাহ অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে। এবার ফিটনেস পরীক্ষাতেও উতরে গেছেন সহজেই। আগামী ১২ ডিসেম্বর থেকে সিলেটে হতে যাওয়া আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে দেখা যাবে বাঁহাতি এ ওপেনারকে।

বিপিএলের গত আসরে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপ জিতিয়েছেন তামিম ইকবাল। এবারও তিনি এ দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের আগে তাই প্রস্তুতি হিসেবে এনসিএলকেই বেছে নিয়েছেন দেশসেরা এ ওপেনার। জাতীয় লিগে তিনি খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। এরপর বিপিএল মাতাবেন ফরচুন বরিশালের হয়ে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়