ছবি : সংগৃহীত
দাপটের সঙ্গেই বছর শেষ করেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। একের পর এক শিরোপা জেতার মাধ্যমে সে দাপট দেখিয়েছে তারা। যার স্পষ্ট ছাপ দেখা গেছে সর্বশেষ র্যাংকিংয়ে। বছরের শেষ র্যাংকিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে একটি হার ও ড্রতে কমেছে দলটির রেটিং পয়েন্ট।
নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় মেসির দল। যদিও পরে পেরুর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জয় তুলেছে আর্জেন্টিনা। নভেম্বরের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল এক হাজার ৮৮৩.৫। ১৬.২৫ পয়েন্ট কমে সেটি এখন এক হাজার ৮৬৭.২৫।
দুইয়ে থাকা ফ্রান্সেরও রেটিং পয়েন্ট কমেছে। ০.০৭ পয়েন্ট কমে এক হাজার ৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেদের পরেই তাদের অবস্থান। তিন ও চারে আছে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড।
এদিকে তালিকায় পাঁচ নম্বরেই রয়ে গেছে ব্রাজিল। তাদের অবস্থান না বদলালেও কমেছে রেটিং পয়েন্ট। ৮.৫২ পয়েন্ট হারিয়ে দলটির সংগ্রহে আছে এক হাজার ৭৭৫.৮৫।
এছাড়া এক ধাপ করে এগিয়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। অন্যদিকে দুই ধাপ নেমে আটে অবস্থান করছে বেলজিয়াম। নেশনস লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে জার্মানি।
এদিকে আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় লাল-সবুজ। ফলে র্যাংকিংয়েও আগের মতো ১৮৫ নম্বর অবস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ।
আপন দেশ/পিএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।