ছবি: সংগৃহীত
পরিবহন হিসেবে রিকশা এ দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের পঞ্চম ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে ঢাকার রিকশা জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর তালিকায় স্থান করে নিয়েছে।
জনপ্রিয় এ বাহনটির চালক সাধারণত পুরুষরাই হয়ে থাকেন। মাঝে মধ্যে নারীদেরও রিকশা চালাতে দেখা যায়। তবে সেটি বিরল। ঢাকার রাস্তায় নারীদের সচরাচর রিকশা চালাতে দেখা যায় না। কিন্তু মিরপুরে দেখা মিলল বিদেশি নারী রিকশা চালকের।
শুক্রবার (২৯ নভেম্বর) চলমান ওয়ানডে সিরিজের ফাঁকে মিরপুরে রিকশায় অন্যরকম একটি দিন কাটালেন আইরিশ মেয়েরা।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
এদিন আইরিশ মেয়েরা আট দশক ধরে চলমান জনপ্রিয় বাহনটিতে প্রথমবারের মতো চড়লেন। অনেকে আগ্রহ নিয়ে চালানোরও চেষ্টা চালালেন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের করিডোরে দারুণ এক দিন কাটে তাদের। স্টেডিয়ামের ভেতরেই রিকশা নিয়ে ঘুরলেন আয়ারল্যান্ডের মেয়েরা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।