Apan Desh | আপন দেশ

বিপর্যয় কাটিয়ে সাদমানের হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৩, ১ ডিসেম্বর ২০২৪

বিপর্যয় কাটিয়ে সাদমানের হাফ সেঞ্চুরি

সাদমান ইসলাম

টানা বৃষ্টির প্রভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছিল জ্যামাইকার স্যাবাইনা পার্কের কিংসটন স্টেডিয়াম। ভেজা আউটফিল্ডের কারণে পাঁচ ঘণ্টা মাঠের পরিচর্যা শেষে খেলা শুরু হয়। তবে এক সেশনের বেশি সম্ভব হলো না। ৩০ ওভারে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ৬৯ রানে। 

ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা তিনটি ক্যাচ না ছাড়লে হয়তো দিনটা ভয়াবহ হতে পারত সফরকারিদের জন্য। তিন ক্যাচের দুটিই তুলে দিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। ৩৫ রানে থাকার সময় সাদমানের ক্যাচ হাত ফস্কে বুকে লাগে ক্রেইগ ব্রাথওয়েটের। 

এর আগে ১৫ রানে স্লিপে আলিক আথানেজের হাতে জীবন পান তিনি। দুবার জীবন পেয়ে সাদমান করেছেন হাফ সেঞ্চুরি। জাকির হোসেনের জায়গায় সুযোগ পাওয়া সাদমান দিন শেষ করেছেন ১০০ বলে তিন বাউন্ডারি ১ ছক্কায় ৫০ রানে। 

স্থানীয় সময় শনিবার (৩০ নভেম্বর) রাতে টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়েছিল বাংলাদেশ দল। ১০ রানের  মধ্যেই পড়ে  গিয়েছিলো দুই উইকেট। দিনের বাকি সময়টা এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে চোয়ালবদ্ধ দৃঢ়তায় পার করেছেন সাদমান ইসলাম। 

সাবধানী শাহাদাত ফুলটস বলেও বড় শট খেলেননি, ফেরত পাঠিয়েছেন বোলারের কাছে। জেডেন সিলসের বলে ড্রাইভ করে অবশ্য দ্বিতীয় স্লিপে একবার জীবন পান তিনি। শাহাদাত হোসেন অপরাজিত ৬৩ বলে ১২ রানে।

মাহমুদুল হাসান জয় ৩ আর মুমিনুল হক আউট হয়েছেন কোনো রান না করে। দুটি উইকেটই কেমার রোচের। অ‍্যান্টিগা টেস্টে দুই ইনিংসে স্লিপে ক্যাচ দেয়া জয় এবার রোচের পাতা ফাঁদে পা দিয়ে ক‍্যাচ দেন উইকেটকিপার জশুয়া দা সিলভাকে। মুমিনুলও ক্যাচ দেন তাকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়