Apan Desh | আপন দেশ

যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:২২, ১ ডিসেম্বর ২০২৪

যুব এশিয়া কাপ: নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান আসে অধিনায়ক আকাশ ত্রিপাঠির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান  হোসেন। এছাড়া একটি করে শিকার সাদ ইসলাম, রাফি উজ্জামান রাফি ও আজিজুল।

তাড়া করতে নেমে প্রথম ওভারেই হেমন্ত ধামির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কালাম সিদ্দিকি। তবে আবরার ও আজিজুল মিলে বেশ ভালোভাবেই সামাল দেন তা। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৯০ রান। এরপর যুবরাজ খাত্রির হাত ধরে কিছুটা আশা খুঁজে পায় নেপাল। দ্রুতই একে একে চারটি উইকেট শিকার করেন এই লেগ স্পিনার।

শুরুটা হয় আবরারকে দিয়ে। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানে বিদায় নেন তিনি। এরপর শিহাব জেমস ও রিজান সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ফরিদ হাসানও ১৩ রানের বেশি টিকতে পারেননি। তবে দেবাশীষ দেবাকে (৫*) বাকিটা পথ পাড়ি দেন আজিজুল। বাংলাদেশ অধিনায়ক ৭২ বলে ২ চার ও ৩ ছক্কায়  অপরাজিত থাকেন ৫২ রানে।

নেপালের আগে আসরের শুরুতে আফগানিস্তানকে  হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে তারা। কেননা আফগানিস্তানকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী ৩ ডিসেম্বর তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়