ওয়েস্ট ইন্ডিজে সিরিজর সেরার পুরস্কার হাতে তাসকিন আহমেদ
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রেস আক্রমণের অন্যতম অস্ত্র তাসকিন আহমেদ। বিশেষ করে বিদেশের মাঠে দারুন কার্যকর তার বোলিং। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরও একবার সে প্রমাণ দিলেন লাল সবুজের এ গতিতারকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যের পর বোলারদের কারিশমায় ১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় এসেছে। এ জয়ে উজ্বীবীত টাইগার শিবির। টিম হোটেলে আনন্দ উদযাপন করেছেন তারা। ভবিষ্যতে এমন আনন্দের দিন আরও আসবে বলে আশ্বাস দিয়েছেন তাসকিন।
ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তাসকিন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। দুই টেস্ট মিলিয়ে এই সিরিজে পেয়েছেন ১১ উইকেট। তাই সিরিজ সেরার পুরষ্কার উঠেছে তাসকিনের হাতে।
গত সেপ্টেম্বেরে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক জয়ের পর যতটা উজ্জীবীত হয়েছিল বাংলাদেশ দল। পরের সিরিজে তা উবে যায। ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়ার পর অ্যান্টিগা টেস্টের বড় হার। সব মিলিয়ে মানসিকতা পড়ে যাওয়া দলের এমন রূপান্তরকে বিশাল সাফল্য বলেছেন তাসকিন। তিনি বলেন, এটা অনেক বড় অর্জন। ওদের কন্ডিশনে অনেক বড় দলই কঠিন সময় পার করে। আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর কয়েকটা ম্যাচে খুব বাজে পারফরম করেছিলাম। এতে মানসিক ভাবে একটু ভেঙ্গে পড়েছিলাম। কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি। আমি নিজে কাঁধের ইনজুরি কাটিয়ে টেস্টে ফিরতে চেয়েছিলাম। দুই টেস্টে সর্বোচ্চটা দিয়েছি। আশা করি সামনে এমন অর্জন আরও আসবে।
জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে চতুর্থ দিনের পিচে তাইজুল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শেষ ইনিংসে পৃথিবীর সেরা পেস উইকেট পার্থেও স্পিনারদের হাতে বল তুলে দিতে দুবার ভাববেন না যে কোন অধিনায়ক।
তবে কাজটা করতে হবে ওই স্পিনারকেই। ব্যবহৃত পিচের সুবিধা কাজে লাগিয়ে দলকে এনে দিতে হবে উইকেট। তাইজুল সেই চ্যালেঞ্জে দারুণ ভাবে সফল হয়েছেন। উইন্ডিজে ১০ বছর পর ও দেশের বাইরে চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এ স্পিনার। যা তার ক্যারিয়ারে ১৫তম।
নিজের দায়িত্বে সফল হতে পেরে বেশ উৎফুল্ল তাইজুল বলেছেন, নিজের বোলিং নিয়ে আমি সত্যি খুশি। চতুর্থ ইনিংসে আমাকে বল দেওয়া হয়েছিল একটা বিশেষ দায়িত্ব দিয়ে। চতুর্থ দিনের পিচ থেকে সুবিধা আদায় করে আমি সেই দায়িত্ব পূরণ করতে পেরেছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।