Apan Desh | আপন দেশ

সব খেলোয়াড়কে জয়ের কৃতিত্ব দিলেন মিরাজ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ৪ ডিসেম্বর ২০২৪

সব খেলোয়াড়কে জয়ের কৃতিত্ব দিলেন মিরাজ 

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

তামিম ইকবাল দির্ঘ দিন ধরে জাতীয় দলে নেই। ধোয়াশায় সাকিব আল হাসান। চোটে মুশফিকুর রহিম, একই কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাই নেতৃত্বভার উঠেছে মেহেদী হাসান মিরাজের কাঁধেই। তার নেতৃত্বে সিরিজের প্রথম টেস্টে ভরাডুবি হলো টাইগারদের। তবে দ্বিতীয় ও শেষ টেস্টেই চমক। স্বাগতিকদের হারিয়ে সিরিজের শেষ টেস্ট জিতে সমতা আনলো বাংলাদেশ। 

১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। তাতে নেতৃত্ব দিলেন মিরাজ। অসাধরণ এ জয়ে সাদা পোশাকে ফের ঘুরে দাঁড়াল বাংলাদেশ। এ জয়ে দলের সব খেলোয়াড়কে কৃতিত্ব দিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। 

সিরিজ শেষে বুধবার (৪ ডিসেম্বর) বিসিবির প্রকাশিত ভিডিওতে মিরাজ বললেন সন্তুষ্টির কথা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

দলের খেলোয়াড়দের জয়ের কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।

দ্বিতীয় ইনিংসে ভয়ডরহীন ক্রিকেটই খেলেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি, এ উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা (প্রথম ইনিংসে) লিড পেয়েছি ১৮ রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এ উইকেটে যদি আমরা ২৫০ রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এ ছিল যে খেলোয়াড়েরা ইতিবাচক খেলবে।

জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়েরা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন, দ্বিতীয় ইনিংসের বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে ৫ উইকেট। সে দুর্দান্ত...আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে উন্নতি করব, আমরা সেটা ভাবি। কখনো কখনো আমরা ভুল করব, তবে সেখান থেকে শিখবও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়