Apan Desh | আপন দেশ

কিংস্টন থেকে লিটনের সুবার্তা মিরাজের খারাপ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২৩:০০, ৪ ডিসেম্বর ২০২৪

কিংস্টন থেকে লিটনের সুবার্তা মিরাজের খারাপ

ছবি সংগৃহীত

কিংস্টনে অসাধারণ এ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে বাংলাদেশের কেউ পেয়েছেন সুখবর, কেউবা দুঃসংবাদ পেয়েছেন। 

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জিতল বাংলাদেশ। ১৫ বছর অপেক্ষার শেষ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ। জিতল ১০১ রানে। তাইজুল ইসলামের ফাইফারে স্বাগতিকরা উড়েগেছে স্বল্পতেই। এতে ইতিহাস গড়লেন মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে টেস্ট সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতা ফেরাতে জ্যামাইকার স্যাবাইনা পার্কে জিততেই হত বাংলাদেশকে।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট জিতে নেয় ১০১ রানের ব্যবধানে। ইতিহাসগড়া জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। টানা পরাজয়ে ব্যাকফুটে থাকা মেহেদী হাসান মিরাজের দল এ টেস্ট জয়ে রাঙিয়ে স্বস্তি নিয়ে শেষ করল বছর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে এটি ছিল বাংলাদেশের শেষ ম্যাচ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে  ২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ। 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। জাকের-মিরাজরা দুর্দান্ত খেললেও লিটন দাসের ব্যাট সেভাবে হাসেনি এই সিরিজে। ৪ ইনিংসে ২২ গড়ে করেন ৮৮ রান। 

আজ আইসিসির হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৯৯। 
অন্যদিকে মিরাজ ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬৮ নম্বরে নেমে গেছেন। তার রেটিং ৪৬০। জাকের জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ৯১ রানের ইনিংস খেলার পরও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ৮৪ নম্বরে অবস্থান করছেন তিনি। 

মিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই বছরের টেস্ট সিরিজে নিয়েছেন ৫ উইকেট। তিনি এক ধাপ করে পিছিয়েছেন বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন মিরাজ অবস্থান করছেন ২৭ নম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে। এছাড়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় রদবদল। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ উঠে প্রথম দশে চলে এলেন। 

ডারবান টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৭০ ও ১১৩ রান করেন বাভুমা। আর পিঙ্ক বল টেস্টের আগে ১৪ ধাপ নেমে গেলেন বিরাট। প্রথম দশে আরও কিছু বদল হয়েছে। ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক চলে এসেছেন দুই নম্বরে। শীর্ষে যথারীতি জো রুট। তবে রুটের সঙ্গে ব্রুকের পয়েন্টের ব্যবধান মাত্র ৪১। তিনে আছেন কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন। চারে ভারতের যশস্বী জয়সোয়াল। 

পাঁচে আছেন ফের এক কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল। ছয়ে ভারতের ঋষভ পন্থ। সাতে আছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। আটে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। নয়ে রয়েছেন পাকিস্তানের সওদ শাকিল। আর দশে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭১ রান করে দুইয়ে উঠে এলেন হ্যারি ব্রুক। আর ব্রুকের উত্থানের জন্যই দুই থেকে চারে চলে গেলেন যশস্বী। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি জসপ্রীত বুমরা। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। 

এরপর আছেন যথাক্রমে জশ হ্যাজলেউড ও রবিচন্দ্রন অশ্বিন। তবে মার্কো জ্যানসেন ১১ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা ৯ নম্বরে উঠে এসেছেন। আর ছয়ে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়