ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদে নিজেকে মানিয়ে নিতে কী সমস্যা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের? এমন প্রশ্ন ভক্তদের। এ ফরাসী তারকার বাজে ফর্মের কারণে আরও একবার ভুগতে হলো রিয়াল মাদ্রিদকে। তার পেনাল্টি মিসের কারণে ৯ বছর পর আথলেতিক বিলবাওয়ের কাছে হারতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।
বুধবার (৪ নভেম্বর) রাতে সান মামেসে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। ২০১৫ সালের পর মুখোমুখি ১৯তম ম্যাচে এসে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। আর সেটাও এসেছে ঘরের মাঠে সমর্থকদের সামনে। গোলশূন্যহীন প্রথমার্ধের পর ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
চলমান লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা সবশেষ দুই ম্যাচে হেরে খুইয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে সেটার সুযোগ নেয়ার উপলক্ষ্যটা সাজানোই ছিল। লা লিগায় মিডউইকের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে হারাতে পারলেই বার্সেলোনার একেবারে কাছাকাছি চলে যেতে পারতেন এমবাপ্পে-বেলিংহামরা।
কিন্তু এমবাপ্পের ভুলে কাতালানদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করল রিয়াল। ১৫ ম্যাচে মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৩৩। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৭। অর্থাৎ, বাকি থাকা ম্যাচটি রিয়াল জিতলেও শীর্ষে থাকবে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিলবাও।
সুযোগ তৈরির প্রথমার্ধে থিবো কোর্তোয়ার চমৎকার পারফরম্যান্সে গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। তবে বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে সময় লাগেনি তাদের। ৫৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলকিপার ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।
এরপর রিয়ালের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সুযোগ এসেও যায় ৬৬ মিনিটে। ডিফেন্ডার আন্টোনিও রুডিগার হেড করার সময় বিলবাও গোলকিপার হুলিয়েন আগিরেজাবালা পেছন থেকে মারাত্মকভাবে আঘাত করেন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের। কিন্তু এমবাপ্পে আবারও পেনাল্টি মিস করলেন। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।
তবে এমবাপ্পের সহায়তায় ৭৮ মিনিটে সমতায় ফেরে রিয়াল। বক্সের বাইরে থেকে নেয়া তার শট ঠেকিয়েছিলেন বিলবাও গোলকিপার, তবে ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা জুড বেলিংহামের জালে জড়াতে কোনও অসুবিধাই হয়নি।
তবে লিয়ালের সে স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। বক্সের বাইরে ফেদে ভালভের্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা।
এমন অবস্থা থেকে পূর্বে অনেকবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ; কিন্তু এদিন তেমন কিছু করার ন্যূনতম সম্ভাবনাও তৈরি করতে পারেনি তারা। আসরে দ্বিতীয় পরাজয়ে এক রাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।