ছবি: সংগৃহীত
চলমান গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামজন ওরিয়র্সকে হারিয়ে টুর্নামেন্টটিতে প্রথম জয়ের স্বাদ পায় রংপুর। এই ম্যাচে গায়ানাকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির।
ম্যাচের টস পরবে প্রতিপক্ষ রংপুরকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন তাহির। তুলেছেন বড় অভিযোগও। এই প্রোটিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুরের হয়ে খেলছেন। সেই আসরে তার সঙ্গে করা চুক্তির পুরো অর্থ ফ্র্যাঞ্চাইজিটি পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছেন এই ক্রিকেটার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএলে ইমরান রংপুরের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। তার খেলা তিন ম্যাচের একটিতে দুর্দান্ত পারফরম করেন এই প্রোটিয়া। ওই ম্যাচে ২৬ রানে ৫ উইকেট শিকার করে পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কারও। অন্য দুই ম্যাচেও তাহির দারুণ বোলিং করেছেন।
তাহির বলেন, আমি এই ম্যাচটি গায়ানার হয়ে জিততে চাই। ব্যক্তিগত কারণেও জিততে চাই। আমি রংপুর রাইডার্সের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছি কিন্তু এখনো চুক্তির পুরো অর্থ আমি পাইনি।
দক্ষিণ আফ্রিকান এই লেগ-স্পিনার আরও বলেন, গায়ানা তাদের স্বাগত জানিয়েছে, তাদের স্থানীয় খেলোয়াড়কে এখানে এনেছে। তারা এখানে কিছু অর্থ আয় করতে পারবে, ভালো ক্রিকেট খেলতে পারবে। তাদের দেখাতে চাই যে আমরা তাদের চেয়ে ভালো মানুষ।
২০২৫ বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর ২০২৪। শেষ হবে ২০২৫ সালেরে ৭ ফেব্রুয়ারি। তার আগেই এমন অভিযোগ টুর্নামেন্টটির জন্য অসম্মানেরও বটে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।