Apan Desh | আপন দেশ

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ৬ ডিসেম্বর ২০২৪

লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স

ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ হেলে পয়েন্ট টেবিলের তলানী পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স। তবে পরের ম্যাচেই ঘরে দাঁড়ায় বাংলাদেশের দলটি। এবার টানা দুই ম্যাচ জিতেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালের টিকেট নিশ্চিত করল রংপুর। 

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে প্রোভিডেন্সে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটির ফলাফল নির্ধারণ হয়েছে ডার্কওয়ার্থ লুইস মেথডে। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।

দুই দলের জন্যই ম্যাচটি রূপ নিয়েছিল অঘোষিত সেমিফাইনালে। লাহোর কালান্দার্স জিতলেই ফাইনালে চলে যেত। আর রংপুর রাইডার্সের জন্য জয়ের পাশাপাশি রান রেটের সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল। তবে দুর্দান্ত পারফর্মেন্সে বড় জয়ে ফাইনালে উঠে গেছে তারা।

গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ৯ ওভারে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ‌১ উইকেটে ৮৫ রান তোলে রংপুর। সৌম্য সরকার আর স্টিভেন টেলরের ৪.২ ওভার স্থায়ী ওপেনিং জুটিতেই আসে ৪৭ রান। সৌম্য ১৩ বলে ৩ চার ১ ছক্কায় ২২ আর টেলর ২৭ বলে ৩২* রান করেন। তিনে নেমে সাইফ হাসান খেলেন ১৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস।

জবাবে প্রথম ওভারেই তিন উইকেট হারানো লাহোর ৭ উইকেটে ৮৭ রান তুলতে সক্ষম হয়। ডিএল মেথডে ৯ ওভারে তাদের টার্গেট ছিল ১১১ রান। শেখ মেহেদির করা প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে তিন উইকেট হারায় লাহোর। ম্যাচটা কার্যত সেখানেই শেষ হয়ে যায়। ২ ওভারে ১১ রান দিয়ে মেহেদির শিকার ৩ উইকেট। দুটি নিয়েছেন জ্যাক চ্যাপেল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়