Apan Desh | আপন দেশ

উপেক্ষিত হকির যুবারা ২০ লাখ টাকা পাচ্ছেন 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ৭ ডিসেম্বর ২০২৪

উপেক্ষিত হকির যুবারা ২০ লাখ টাকা পাচ্ছেন 

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল

মাস খানেক আগে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে কয়েক কোটি টাকা পুরস্কার পেয়েছে নারী ফুটবলাররা। কিন্তু প্রথমবার বাংলাদেশকে যুব বিশ্বকাপে তুলেও উপেক্ষিত হকির যুবারা। তাদের জন্য এখনও পর্যন্ত তেমন পুরস্কারের ঘোষণা আসেনি। হকি ফেডারেশন থেকে তাদের মাত্র ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

১৮ জন খেলোয়াড়, ৩ কোচ ও কর্মকর্তারা মিলে ভাগে পরে ২৩ হাজার ৮০৯ টাকা করে। সাফল্যের তুলনায় যা অতি নগন্য। এ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। 

এমন সমালোচনার মাঝেই সুখবর পেলেন হকির যুবারা। ক্রীড়া মন্ত্রণালয় বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা যুবাদের ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এমনিতেই বাংলাদেশের যুব হকি দলের খেলোয়াড়রা ক্যাম্প চলার সময় ভাতা পান মাত্র ৪০০ টাকা। এছাড়াও আছে নানা প্রতিবন্ধকতা। 

অথচ গত অক্টোবরে সাফ জয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ বাসভবনে মেয়েদের সংবর্ধিত করেন। অথচ দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পর অনূর্ধ্ব-২১ দলকে শুধু শুভেচ্ছা বার্তাতেই যেন দায়সার!

ক্রিকেটের পর হকিই বাংলাদেশের দ্বিতীয় খেলা, যারা কিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফুটবলের সাফল্য দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই। অথচ জুনিয়র এই হকি দল শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে সমানতালে লড়াই করে এশিয়া কাপে ১০ দলের মধ্যে হয়েছে পঞ্চম। ভারতে অনুষ্ঠেয় ২০২৫ বিশ্বকাপে ৩৪টি দেশের একটি বাংলাদেশ। বিশ্বকাপে খেলা আর একটি অঞ্চলের সেরা হওয়ার মধ্যে বিস্তর তফাত। সেই পার্থক্যই হয়তো নির্ণয় করতে পারেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়