ছবি : সংগৃহীত
গতির ঝড় তুলে নিজের ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়েছিলেন নাহিদ রানা। সেবার আফগান ব্যাটারদের দুমরে মুচরে দিয়েছিলেন এ তরুণ পেসার। এবার লাল বলেও নিজের কারিশমা দেখিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৫ উইকেট শিকার করে ক্যারিবিয়দের ধসিয়ে দিয়েছেন রানা। তাতে জ্যামাইকা টেস্টে অবিস্বরণীয় জয় পেয়েছে বাংলাদেশ।
যে কারণে ক্যারিবিয়ান কিংবদন্তি ও বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছেও বাহবা পেয়েছেন নাহিদ রানা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। আমিও যেসব দেশে যাচ্ছি নতুন নতুন (বিষয়) শিখছি। শিক্ষার কোন শেষ নেই তো, আমি এখানে এসেও শিখতেছি। এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিৎ সেটা জানতে পারছি।
খুব অল্প সময়ে বল হাতে প্রশংসা কুড়ালেও, ব্যাট হাতে ততটাই দুর্বল নাহিদ রানা। এবার সেদিকেও নজর এ উদীয়মান তারকার। শুক্রবার (৬ ডিসেম্বর) কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এ নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে রানা বলেন, যেকোনো জিনিস আসলে এনজয় করলে কখনো কঠিন মনে হয় না। উনি যেটা বলছিলেন তা অন্যরকম, বেসিকটা ঠিক রাখতে, যাতে সবকিছু সুন্দর থাকে এটাই আর কি। আমি দলের জন্য ১৫-২০টা রান করতে পারলে যথেষ্ট।
উইকেট দিয়ে হয়তো দলে রানার অবস্থান বিচার করাটা কঠিন। কারণ গতিময় ডেলিভারিতে টেস্ট ম্যাচের মেজাজে ব্যাটারদের তটস্থ করে রাখেন এ পেসার। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন রানা, সুযোগ পেলে সেটা কাজে লাগানোরই চেষ্টা থাকবে তার!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।