
ছবি : সংগৃহীত
পার্থ টেস্টে আত্মসমপর্ণই বরেছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেইড টেস্টে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। অজিরা রোহিত শর্মার দলকে হারালো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্র্রফিতে ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।
পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ত টেস্টের রেকর্ড এটি।
প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া করে ৩৩৭ রান। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দ্বিতীয় দিনে ভারত ১০৫ রানে ৫ উইকেট হারানোর পরই মনে হয়েছে এই ম্যাচে বেশি রানের লক্ষ্য দিতে পারবে না রোহিতরা। শেষ পর্যন্ত তাই হলো।
শনিবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন ৫ উইকেটে ১২৮ রান করার পরই ভারতের হার হয়ে উঠেছিল সময়ের অপেক্ষা। রোববার (৮ ডিসেম্বর) তৃতীয় দিন প্রথম সেশনেই আনুষ্ঠানিতা সারে অস্ট্রেলিয়া। ভারতকে তারা অলআউট করে ১৭৫ রানে। এতে তারা লিড পায় মাত্র ১৮ রানের।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। ২০ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে নিতিষ কুমার রেড্ডি করেছিলেন ৪২, শুবমান গিল ২৮ ও ঋষভ পন্ত ২৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রানে ৫ উইকেট প্যাট কামিন্সের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।