Apan Desh | আপন দেশ

সেই আইরিশদের কাছেই হোয়াইটওয়াশ জ্যোতিরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ৯ ডিসেম্বর ২০২৪

সেই আইরিশদের কাছেই হোয়াইটওয়াশ জ্যোতিরা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যেকার ম্যাচের একটি মুহুর্ত

মিরপুর থেকে সিলেট, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি। স্থান আর ফরম্যাট বদলাতেই বদলে গেছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে যাদের হোয়াইটওয়াশ করেছিলেন, সে আয়ারল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে টাইগ্রেসরা। 

সোমবার (০৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে আইরিশরা। টানা তিন হারে সফরকারীদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে লাল সবুজ দল। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৫ রান করেন সোহানা মোস্তারি। বাকি ব্যাটারদের কেউই ভালো করতে পারেননি।

জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। মূলত লরা ডিলেনির কাছেই হেরেছে বাংলাদেশ। ৪ উইকেট পড়ার পর ক্রিজে আসেন তিনি। এরপর ৩১ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এ বছর ঘরের মাটিতে এটি বাংলাদেশের মেয়েদের তৃতীয় টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ। এর আগে ভারতের বিপক্ষে ৫-০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।

এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।

অবশ্য ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেটা করতে পারল না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়