Apan Desh | আপন দেশ

ফের ইনজুরিতে আর্জেন্টাইন তারকা রোমেরো

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ১০ ডিসেম্বর ২০২৪

ফের ইনজুরিতে আর্জেন্টাইন তারকা রোমেরো

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর চেলসির বিপক্ষে মাঠে ফিরেও নতুন ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ও টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। চোটের কারণে তাকে বিশ্রামে থাকতে হবে ৬ সপ্তাহ।

রোববার (৮ ডিসেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় রোমেরোকে। প্রথমে ধারণা করা হয়েছিল তার পুরনো আঙুলের ইনজুরি ফিরে এসেছে। তবে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, এটি সম্পূর্ণ নতুন মাংসপেশির ইনজুরি। রোমেরোর এই ইনজুরি ২০২৪ সালের বাকি সময় তার মাঠে ফেরা অনিশ্চিত করে তুলেছে।

এদিকে রোমেরোর এই অনুপস্থিতি টটেনহ্যামের জন্য বড় ধাক্কা। টানা তিন ম্যাচ জয়হীন থেকে দলটি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে নেমে গেছে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২০ পয়েন্ট।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আনজে পোস্টেকোগলুর দল। এরপর রোববার (১৫ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে সাউদাম্পটনের। রোমেরোকে ছাড়াই এই ম্যাচগুলোতে লড়াই করতে হবে দলকে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়