
অনুশীলেনে তামিম ইকবাল
২০১০ সালের পর আবারো মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি ফরম্যাট। চলতি মাসেই মাঠে গড়াতে যাওয়া বিপিএলের প্রস্তুতি হিসেবে এ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। এরমধ্যে দিয়ে দীর্ঘ দিন পর বাইশ গজে ফিরলেন তামিম ইকবাল।
এনসিএল টি–টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলবেন দেশ সেরা এ ব্যাটার। তবে অধিনায়ক হিসেবে নন। মূলত বিপিএলের জন্য প্রস্তুত হতেই এ টুর্নামেন্টে খেলছেন তামিম। সময়ের হিসাবে ১৪৮ দিন মাঠের ক্রিকেট থেকে দূরে তামিম। গেল মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে শেষবার ব্যাট হাতে নেমেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে।
সাত মাস পর তামিম ফিরছেন চেনা ২২ গজে। কিন্তু চেনা রূপে ফিরতে কতটুকু প্রস্তুত তামিম? সিনিয়রের হয়ে জানালেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।
চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী রাব্বি বলেন, এটা ঠিক উনি (তামিম) ৭ মাস পর মাঠে ফিরছেন। নেমেই প্রথম একটা দুটো ম্যাচে সময় লাগতেই পারে। উনিও মানুষ। বিপিএল খেলেছেন ১ বছর আগে, প্রিমিয়ার লিগ খেলেছেন ৭/৮ মাস হয়ে যাচ্ছে। আজকের অনুশীলন দেখে মনে হয়েছে ওনার কাছ থেকে ভালো কিছু দেখতে পারব।
মূলত বিপিএল প্রস্তুতির মঞ্চ হিসেবে এনএসিএলকে বেছে নিয়েছেন তামিম। দীর্ঘদিন ধরে কাজ করেছেন ফিটনেস নিয়ে। প্রায় দু’সপ্তাহের নেট প্র্যাক্টিসে উইলো হাতেও ঝালিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ প্রস্তুতি সিলেটের মাঠে।
অগ্রজের কাছ থেকে আরও একবার শেখার সুযোগ কাজে লাগতে চান অনুজরা। ইয়াসির আলী রাব্বি আরও বলেন, তামিম ইকবালের মতো এক সিনিয়র ক্রিকেটার দলে থাকা অনেক সুবিধার। উনিও চাইবেন যাতে উনি ওনার সেরাটা দিতে পারেন।
অনেক অপেক্ষার পর তামিম ক্রিকেটে ফিরছেন। কিন্তু এখনও অনিশ্চতার মোড়কে, জাতীয় দলে তার ভবিষ্যত।
উল্লেখ্য, এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম ইকবাল। ২০২৩ সালের জুনে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন তামিম। তবে পরে তখনকার স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আবারও ফিরেছিলেন খেলায়। যদিও নানা নাটকীয়তার জেরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।