Apan Desh | আপন দেশ

২৭ বলে হাফ সেঞ্চুরিতে তামিমের জবাব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৩, ১২ ডিসেম্বর ২০২৪

২৭ বলে হাফ সেঞ্চুরিতে তামিমের জবাব

তামিম ইকবাল

জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে নেই দীর্ঘ দিন। ছিলেন না ঘরোয়া ক্রিকেটেও। অবশেষে ২১৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে সংস্করণ দিয়ে মাঠে ফিরেও ব্যর্থ হয়েছিলেন। তা নিয়ে নেটিজেনদের নানা সমালোচনামুলক মন্তব্যও করতে দেখা গেছে। এবার তার জবাব ব্যাটেই দিলেন সাবেক অধিনায়ক। 

আগের চট্টগ্রামের হয়ে মাঠে নেমে ১০ বল খেলে একটি করে চার ও ছক্কায় ১৩০ স্ট্রাইকরেটে ১৩ রান করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ ওপেনার। ২৪ ঘন্টা পেরুতে না পেরুতেই ঝড়ো ফিফটি হাঁকিয়ে  সবকিছুর জবাব দিলেন তামিম। সে সঙ্গে ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়ে রাখলেন ড্যাশিং এ ব্যাটার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেটের একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং স্বাগতিক সিলেট বিভাগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। তামিম ইকবাল আর মাহমুদুলের ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। মাহমুদুল ১৭ বলে ২৯ করে আউট হলেও থামেননি তামিম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিমকে এদিন আউট করেছেন তোফায়েল আহমেদ। তার বলে খালেদের তালুবন্দি হয়ে থেমেছে তামিমের ৩৩ বলে ৮ চার ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংসটি, যার স্ট্রাইকরেট ১৯৬.৯৭। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখা যাচ্ছে। এতে এবার যোগ দিলেন তামিমও। যদিও তার জাতীয় দলে ফেরা অনিশ্চিত।

তামিম সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন চলতি বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। সেবার ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরও আগে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

তবে এদিন ব্যাট হাতে নেমে ফেরার বার্তা দিয়েছেন ৩৫ বছর বয়সী ওপেনার। তার ঝড়ো ইনিংসে ভর করেই ৯ উইকেটে ১৪৫রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। ঘনর কুয়াশার কারণে ম্যাচের পরিধি নেমে আসে ১৫ ওভারে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়