
ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের জন্য বিশেষ দিন ১২ ডিসেম্বর। এক যুগ আগে আজকের এ দিনে একে অপরকে পার্টনার করে জীবনের জুটি গড়েছিলেন তারা। ২০১২ সালের ১২তম মাস ডিসেম্বরের ১২ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সে সুখী দাম্পত্যের আজ ১২ বছর পূর্ণ হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই জীবনসঙ্গীকে শুভেচ্ছা জানালেন শিশির।
ফেসবুকে শিশির লিখেছেন, আমি যখন এ পোস্টটি লিখছি, তখন ঘড়িতে ১২টা ১২ বাজে। প্রথম দেখার পর ১২ বছর আগে ১২.১২.১২ তারিখে আমাদের বিয়ে হয়েছিল এবং অসাধারণ এক সংসারজীবনের শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা হাতে হাত, কাঁধে কাঁধ আর হৃদয়ের বন্ধনে এ পথ চলেছি। আজীবনের জন্য আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, কখনো অপরকে ছেড়ে যাব না। আমার প্রতি তোমার ভালোবাসা অতুলনীয় এবং আমি প্রতিদিন, সারাদিন তোমাকে ভালোবাসি। নিজেদেরকে ১২ তারিখের শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ।
সমালোচনা থাকলেও বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব এ নিয়ে কোনো বিতর্ক নেই। সংসার জীবনেও তারা সুখি দাম্পত্য কাটাচ্ছেন। শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয় ফেসবুকে। সাকিব তখনও অত বড় তারকা হয়ে ওঠেননি। শিশিরের ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে তিনি গ্রহণ করেন। এরপর ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় তাদের প্রথম দেখা হয়। সে থেকে শুরু হয় মন দেয়া-নেয়া। এখন তারা অন্যতম আইকনিক জুটি। কিছুদিন আগে সাকিবকে ঘিরে পরকীয়ার গুঞ্জন ছড়ালেও শিশির প্রতিবাদ করেছেন। যদিও তার ফেসবুক থেকে সরানো হয়েছিল সাকিবের সব ছবি।
উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির এখন তিনটি সন্তান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সাকিবকে এখন আর জাতীয় দলে দেখা যায় না। আদৌ তিনি কখনো জাতীয় দলে ফিরতে পারবেন কিনা- সেটাও অনিশ্চিত। আপাতত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন বাংলাদেশের এ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।