
সাকিব আল হাসান
লম্বা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রশ্নের মুখে পড়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এ স্পিনাররের বোলিং নিষিদ্ধ করেছে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে। ইংলিশ বোর্ড আয়োজিত কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি। তবে বাংলাদেশের সাবেক এ অধিনায়কের বোলিং নিষিদ্ধ করবে আইসিসি?
এমন প্রশ্নে দুঃসংবাদ শুনতে হচ্ছে সাকিব ভক্তদের। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বল করতে পারবেন না তিনি।
আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে থাকা নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা আছে, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন বোলারকে তাদের ঘরোয়া ক্রিকেটে যদি বোলিং নিষিদ্ধ করে আর সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, সেক্ষেত্রে আইসিসি সেটা আমলে নিয়ে আরোপ করবে আন্তর্জাতিক ক্রিকেটে।
অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের বেলাতেও যে এটা প্রয়োগ হবে তাও লেখা আছে অনুচ্ছেদে, সব জাতীয় ক্রিকেট ফেডারেশন ও তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা ছাড়া।
ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। ২০১৪ সালে এই সেন্টারকে স্বীকৃতি দেয় আইসিসি। পরীক্ষার ফল গত ইসিবি পেয়েছিল ১০ ডিসেম্বর। বোলিং নিষেধাজ্ঞাও কার্যকর হয়েছে সেদিন থেকে।
সাকিব এখন খেলছেন লঙ্কা টি-১০ সুপার লিগে গল মার্ভেলসের হয়ে। নিয়ম অনুযায়ী সেখানেও বল করতে পারার কথা নয় তার। শুক্রবার নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে সাকিবদের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। তাই বল করা হয়নি সাকিবের। তবে ১১ ডিসেম্বর কেন্ডির বিপক্ষে ১ ওভার বল করেছিলেন তিনি।
নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী অবশ্য বিপিএল বা জাতীয় লিগে খেললে বল করতে পারবেন সাকিব। তবে প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বল করতে হলে কি করতে হবে সাকিবকে?
১১.৪ অনুচ্ছেদে অনুযায়ী, যে ফেডারেশন নিষিদ্ধ করেছে তাদের স্বীকৃত কোনো পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী আবারও পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ইসিবির স্বীকৃত পরীক্ষাগার থেকে আবারও পরীক্ষা দিয়ে সাকিবকে প্রমাণ করতে হবে বল করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হচ্ছে না। অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব।
নতুন করে দেয়া পরীক্ষায় অবৈধ বোলিং অ্যাকশন ছাড়াই বোলিং প্রমাণ করতে পারলে, আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে সাকিবকে। পাশাপাশি অন্য জাতীয় ক্রিকেট ফেডারেশনও তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অনুমতি দেবে তাকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।