Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন লিটন

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস

অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দলটি ক্যারিবিয় দ্বীপে নিজেদের মেলে ধরতে পারছে না। টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও ওয়ানডেতে ভরাডুবি হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। 

এবার উইন্ডজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারিরা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টিতে নেতৃত্বভার উঠেছে লিটন দাসের কাঁধে। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের রাজধানী কিংসটাউনে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে।

কুড়ি ওভারের সংস্করণে লাল সবুজ দলের অবস্থান তেমন সুবিধাজনক নয়। তার উপর নিজেদের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যে ভেন্যুতে খেলা হবে সে কিংসটাউনের উইকেট কেমন? বাংলাদেশ কি কোনো ধারণা পেয়েছে?

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এ সেন্ট ভিনসেন্টে তিনটা টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। মিরপুরের মতো ভীষণ মন্থর উইকেটে ব্যাটারদের ভুগতে হয়েছিল। কিন্তু মিরপুরে খেলে অভ্যস্ত টাইগাররা দুটি ম্যাচ জিতে নেয়। তিনটি ম্যাচে বাংলাদেশের রান হয়েছে যথাক্রমে- ১৫৯, ১০৬ এবং ১১৫। তবে এবার উইকেটে কিংসটাউনের উইকেট আগের মতো নেই বলে জানালেন লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় এ সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কিংসটাউনের উইকেট নিয়ে বলেন, বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়