Apan Desh | আপন দেশ

এবার তামিমের ৫৪ বলে ৯১ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ১৫ ডিসেম্বর ২০২৪

এবার তামিমের ৫৪ বলে ৯১ 

ছবি : সংগৃহীত

১৬ বছরের ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরি তামিম  ইবকালের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই এখন পর্যন্ত ব্যাটিংয়ে দেশ সেরা এ ওপেনার। সর্বাধিক ১৫ হাজারেরও বেশি রান তার। ‌এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের উজ্জল নক্ষত্র। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের পর জাতীয় দলে আর খেলা হয়নি তামিমের। এবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তারই অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন তামিম। শুরুটা ভাল না হলেও দ্বিতীয় ম্যাচে ঝোড়ো ফিফটি হাঁকিয়েছিলেন এ ওপেনার। রোববার (১৫ ডিসেম্বর) সিলেটে ব্যাট করতে নেমে স্বরূপে দেখা গেল দেশের অন্যতম সেরা এ ব্যাটারকে। সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ৯১ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক টাইগার অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এ লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এ অভিজ্ঞ ওপেনার। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়