Apan Desh | আপন দেশ

রোমাঞ্চকর জয়ে বিজয় দিবস উযদাপন টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:১০, ১৬ ডিসেম্বর ২০২৪

রোমাঞ্চকর জয়ে বিজয় দিবস উযদাপন টাইগারদের

ছবি: সংগৃহীত

আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। গৌরবের এ দিনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল সবুজের বিজয় পতাকা উড়ালো টাইগাররা। ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়াল বংলাদেশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল লিটন দাসের দল। শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করে ২ উইকেট নিয়ে এ জয়ের অন্যতম নায়ক হাসান মাহমুদ।

স্বাগতিকদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল এদিন আগে ব্যাট করে ১৪৭ রান সংগ্রহ করেছিল। জবাবে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৪৭ রানের পুঁজিতে জয় পাওয়া নিয়ে সন্ধিহান ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ ওয়ানডে সিরিজের দুই ম্যাচের একটিতে ২৯৪ এবং আরেকটিতে তিন শতাধিক রান করে জয়ে দেখা পায়নি সফরকারিরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরুতেই ক্যারিবিয়দের চেপে ধরে লাল সবুজের বোলাররা। ৬১ রানে ৭ উইকেট তুলে ম্যাচটা প্রায় নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েল শেফার্ডকে নিয়ে ম্যাচটা জমিয়ে দেন তার পর। বিধ্বংসী ফিফটিতে অষ্টম উইকেটে ৩৩ বলে ৬৭ রান যোগ করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। ১৮তম ওভারে শেফার্ডকে ফিরিয়ে জুটি ভেঙে ছন্দপতন ঘটান তাসকিন।  তার পরেও পাওয়েল প্রান্ত আগলে কাঁটা হয়ে ছিলেন। তার ব্যাটে অবস্থায় এমন দাঁড়ায় যে ৬ বলে প্রয়োজন ১০ রান। শুরুতে টাইট লেংথের বলে তাদের আটকে রাখতে সমর্থ হন হাসান মাহমুদ। নিয়ন্ত্রিত বোলিংয়েই তৃতীয় ডেলিভারিতে পথের কাঁটা হয়ে দাঁড়ানো পাওয়েলকে লিটনের গ্লাভসবন্দি করিয়ে লড়াইয়ের ইতি টানেন তিনি। তার পর 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক আউট হন লিটন দাস। এরপর ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন জাকের আলী। ২৭ বলে ২৭ রান করে জাকের আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। ৩২ বলে ৪৩ রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন মাহেদী হাসান ও শামীম পাটোয়ারী। শেষ পর্যন্ত মাহেদীর ২৬ রান এবং শামীমের ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয় ও আখিল হোসেন। এ ছাড়াও রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ একটি করে উইকেট শিকার করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়