Apan Desh | আপন দেশ

এবার বিজয় দিবস রাঙালো মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ১৬ ডিসেম্বর ২০২৪

এবার বিজয় দিবস রাঙালো মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

আজ বাংলাদেশের বিজয়ের দিন। মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে লাল সবুজের বিজয় পতাকা উড়িয়েছে টাইগাররা। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়ে লিটন দাসের দল। বিজয় উদযাপনের সে রেশ কাটতে না কাটতেই আরেকটি জয়ের খবর দিয়েছে নারী ক্রিকেট দল। 

এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে সুমাইয়া ফারজানাদের দল।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দুই ইনিংসই নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আটকে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

যদিও ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। তবে সাদিয়া আক্তারের ২৫ বলে ৩১ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

১২৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই বিপাকে পড়েন। অধিনায়ক সুমাইয়া ফারজানা বল হাতে দারুণ পারফরম্যান্স করেন, মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। ফারজানা এবং নিশিতা আক্তার ২টি করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার ওপেনার সানজানা কাভিন্দি ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন।

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়