Apan Desh | আপন দেশ

অর্ধযুগ পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৭, ১৮ ডিসেম্বর ২০২৪

অর্ধযুগ পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দলের উল্লাস

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করলেও দ্বিতীয় টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করেছিল মেহেদী হাসান মিরাজরা। কিন্তু ওয়ানডে সিরিজে ক্যারিবিয়দের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল সফরকারিদের। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে সে ক্ষতে পলেপ দিয়েছে টাইগাররা। 

স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ। উইন্ডিজকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে ২-০ তে সিরিজ নিশ্চিত করল লাল সবুজের দল।

এ ম্যাচে খুব বেশি পুঁজি গড়তে পারেনি লিটন দাসরা। তবে লো স্কোরিং ম্যাচ কিভাবে জিততে হয় তা খুব ভালো করে জানা বাংলাদেশের। ক্রিকেটের আর কোন দল এ দিকটায় এতটা সফল নয়। সেই সফলতা বাংলাদেশ দল প্রমাণ করল দেশের বাইরেও। বোলারদের কৃতিত্বে ২৭ রানের এ জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে ১০২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে ২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লাল সবুজের বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ওভারের প্রথম বলে ব্রান্ডন কিং (৫ বলে ৮)  এবং পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০) শিকার বানান তিনি। চতুর্থ ওভারে জনসন চার্লসকে (১৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শেখ মাহেদি হাসান। 

এরপরেই স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান (৫)। অব্শ্য আগের ওভারেই রোভম্যান পাওয়েলের ক্যাচ ছাড়েন সৌম্য। কিন্তু পরের ওভারে কোনও ভুল হয়নি মিরাজের। হাসান মাহমুদের দারুণ ডেলিভারিতে তালুবন্দি হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। শূন্য রানে জীবন পাওয়া পাওয়েল ৭ বলে এক চারে করেন ৬ রান। 

এরপর ক্যারিবিয়ানদের উইকেট শিকারের মিছিলে যোগ দেন পেসার তানজিম হাসানও। ৮.৩ ওভারে নতুন ব্যাটার রোমারিও শেফার্ডকে  ফিরিয়েছেন তিনি। ৫ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি তিনি। ৪২ রানে স্বাগতিকদের ৬ উইকেট তুলে নেয়ার পর প্রতিরোধ গড়েন রোস্টন চেজ ও আকিল হোসেন। 

হাসানকে টানা দুই ছক্কা মেরে ম্যাচে উইন্ডিজকে ম্যাচে ফেরান চেজ। তবে পরের ওভারেই এ ডেঞ্জারম্যানকে তুলে নেন রিশাদ হোসেন। ৩৪ বলে ৩২ রান করে থামেন চেজ। পরের বলেই মোতিকে ফেরান রিশাদ। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা হতে দেননি আলজারি জোসেফ। তবে জোসেফকে পরের ওভারেই ফিরিয়েছেন তানজিম সাকিব। শেষ পর্যন্ত ১০২ রানেই থমকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন ৩টি, মেহেদি, তানজিম ও রিশাদ ২টি করে ও হাসান ১টি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করেছে টাইগাররা। ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম টি-টোয়েন্টিতে ১ বলে ০ রানে আউট হওয়ার পর আজ ফিরেছেন ১০ বলে ৩ রান করে।

সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ৪ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। সৌম্য রান আউট হয়ে ফেরেন ১১ রানে। ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন মিরাজ। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা জাকের আলীও এদিন ২০ বলে ২১ রান করেন। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন প্রথম টি-টোয়েন্টি জয়ের অন্যতম নায়ক শেখ মেহেদী হাসান। ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শঙ্কায় ছিল ১০০’র নিচে থেমে যাওয়ার। অষ্টম উইকেটে শামীম-তানজিমের ২৩ বলে ৪১ রানের সর্বোচ্চ জুটিতে সেই লজ্জা পেতে হয়নি। তানজিম সাকিবের ৯ রান এবং শামীমের ১৭ বলের ৩৫ রানের ক্যামিওতে ১২৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

গুডকেশ মোতি ২টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান আকিল হোসেইন, রোস্টন চেজ, আলজারি জোসেফ এবং ওবেড ম্যাকয়।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়