Apan Desh | আপন দেশ

ম্যাচ সেরা হয়ে যা বললেন শামীম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ১৮ ডিসেম্বর ২০২৪

ম্যাচ সেরা হয়ে যা বললেন শামীম

ম্যাচ সেরা শামীম হোসেন পাটোয়ারি

টেস্টে সমতা, ওয়ানডেতে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টি সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এ জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন শামীম হোসেন পাটোয়ারি। এমন ভূমিকা রাখতে পেরে খুশি এ ব্যাটার। 

বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩৫ রানের ইনিংস খেলে তাই ম্যাচ সেরা শামীম। পুরস্কার হাতে নিয়ে ড্রেসিংরুমেও ঢোকেননি। ফোন বের করে স্ত্রীকে সবার আগে কল দিয়েছেন। নিজের খুশিটা ছড়িয়ে দেন প্রিয় মানুষটার মাঝেও। তাহলে কি ক্যারিয়ারের প্রথম ম্যাচ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করবেন তিনি? শামীমের সোজাসাপ্টা উত্তর, ‘কাউকে উৎসর্গ করার কিছু নেই। ভালো খেলতে পেরেছি, আমি খুশি, আমার পরিবার খুশি, পুরো দেশ খুশি এটাই ভালো লাগছে। 

টি-টোয়েন্টিতে অভিষেকে দারুণ ইনিংস খেলে আলাদাভাবে নজরে আসেন শামীম। পরবর্তীতে ২০২১ সালে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে বাদ পড়েন। তারপরও নিজেদের ফিরে পাওয়ার আশায় কঠিন পরিশ্রম করে গেছেন। সেসব উল্লেখ করে শামীম বলেছেন, আসলে আমি শেষ যতগুলো ম্যাচ খেলেছি এইচপি, ইমার্জিং দল সবগুলোতে ভালো খেলে এসেছি। তো সেজন্য আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, সুযোগ পেলে ভালো করবো ইনশাআল্লাহ।

এক বছর পর জাতীয় দলে ফিরে পর পর দুই ম্যাচে এমন ইনিংস খেলা শামীমের কাছে বিশেষ কিছুই। যদিও বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজি জেতানোর পরও পা মাটিতেই রাখছেন শামীম। খুব বেশি উচ্ছ্বসিত নন,  অবশ্যই, মাত্র তো শুরু। এখনও অনেক ক্যারিয়ার বাকি আছে। ইনশাআল্লাহ দেখা যাবে।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কিংসটাউনে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচটি জিততে পারলে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা সম্ভব হতো। ওই মাঠেই বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলছে। বিশ্বকাপে শামীম ছিলেন না। তাওহীদ হৃদয়ের ইনজুরিতে মূলত সুযোগ পেয়েছেন তিনি।

বিশ্বকাপের ভেন্যুতে ম্যাচ খেলতে নেমে বিশেষ কোনও পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্নে শামীম বলেছেন, না, মনে তো আগেই পড়েছে (বিশ্বকাপে ম্যাচ না খেলা)। যেটা চলে গেছে সেটা নিয়ে বলে লাভ নেই। আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজ জিতেছি ওইটা অনেক বড় একটা পাওয়া। ব্যাটিং-ফিটনেস সবকিছু নিয়েই কাজ করছি ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়