
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার খেলার দৃশ্য
গ্রুপ পর্বে দাপট দেখিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। শীর্ষ চারের প্রথম ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখলো লাল সবুজের তরুণীরা। ভারতের মেয়েদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সুপার ফোর শুরু করেছে তারা।
বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুর বুয়েমাস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত। ২২ রানে হারায় দুটি উইকেট। তৃতীয় উইকেটে ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। ১৩তম ওভারের প্রথম বলে নিশিতা আকতার নিশিকে ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছেন প্রসাদ। ত্রিশা সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেছেন। প্রসাদ খেলেন ২২ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা মিলে ২৭ রানের জুটি গড়েন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বোচ্চ ১৪ রান আসে ইভার ব্যাট থেকে। ছোঁয়া খেলেন ১০ রানের ইনিংস। এছাড়া নিশিতা (১০) ও হাবিবা (১১) রান করলেও বাংলাদেশের মেয়েরা কোনও রকমে ৮০ রানের সংগ্রহ দাঁড় করায়।
সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। শুক্রবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বেইউমাস ওভালে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরু হবে বেলা ১২টায়। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।