Apan Desh | আপন দেশ

জয় দিয়ে সফর শেষ করতে চান সিমন্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ১৯ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে সফর শেষ করতে চান সিমন্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করলেও জয় দিয়ে শেষ করতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। এবারের ক্যারিবিয় সফরটা টাইগারদের জন্য একটু আলাদা। কারণ, সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই স্বাগতিকদের মোকাবিলা করতে হচ্ছে লাল সবুজ দলকে। টেস্ট সিরিজে ড্র করলেও ওয়ানডেতে ভরাডুবি হছে মিরাজদের। তবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুযোগ সফরকারিদের সামনে। 

বাংলাদেশ সময় শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে সিমন্স বলেছেন, হোয়াইটওয়াশ করতে পারবো কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইবো অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ভালো দল। অথচ এই ফরম্যাটেই ক্যারিবীয়দের বিপক্ষে ধবল ধোলাই হতে হয়েছে। ওয়ানডে সিরিজের খারাপ পারফরম্যান্স ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে ভালো করতে উদ্বুদ্ধ করেছে বলে জানালেন বাংলাদেশের এই কোচ, ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।

সিমন্স আরও বলেছেন, আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারার পরও এই সিরিজে যেভাবে খেলেছে।

টানা দুই ম্যাচ জেতার পর সিমন্স আত্মবিশ্বাসী শেষ ম্যাচটিতে তার শিষ্যরা জিততে পারবেন, আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনও ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনাই করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচেও, দ্বিতীয় ম্যাচেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসবো কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়