Apan Desh | আপন দেশ

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:১৯, ২০ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

হার দিয়ে ক্যারিবিয় সফর শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল পরের টেস্টেই। ফলে দুই টেস্টের সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়। কিন্তু ওয়ানডে সিরিজে খেই হারিয়েছিল সফরকারিরা। যে কারণে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পেতে হয়। তবে টি-টোয়েন্টি সিরিজে অন্য বাংলাদেশের দেখা মিলেছে। 

দুর্দান্ত দাপটে উইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা ফিরিয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই আজ ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ই ছিল না। এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো টাইগাররা। তিন বা তার বেশি ম্যাচের সিরিজে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের কোনো প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার রেকর্ড। সবমিলিয়ে তৃতীয়বার (এর আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডকে) টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। এছাড়া পারভেজ ইমন ৩৯, মিরাজ ২৯, তানজিম ১৭ ও লিটন ১৪ রান করেন। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবিয়ানরা। শুরুর ওভারে আঘাত হানেন তাসকিন। পরের ওভারে মেহেদী হাসান আঘাত করলে ৭ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক দল। 

এরপর পুরান-চার্লস মিলে ঝড়ো গতিতে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরানকে ফিরিয়ে সেই জুটিকেও বেশি দূর যেতে দেননি মেহেদী। তার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। লেট অর্ডারে ২৭ বলে ১ চার ও ৩ ছক্কায় কিছুটা লড়াই করেছিলেন রোমারিও শেফার্ড। কিন্তু সেটা রানের ব্যবধান কমায় মাত্র। 

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৬.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে গেছে। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ১৩ রানে দুটি নিয়েছেন মেহেদী হাসান। তাসকিন আহমেদও ৩০ রানে নিয়েছেন ২টি। একটি করে নিয়েছেন তানজিম হাসান ও হাসান মাহমুদ।  

দাপুটে এ জয়ে ২০০৯ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সফর শেষ করল বাংলাদেশ। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত সফর কেটেছে এবার। টেস্ট জয়, ওয়ানডেতে হারলেও ব্যাটারদের রানে ফেরা আর টি-টোয়েন্টিতে এই ফরম্যাটের সমীকরণ ধরে ফেলা, সবকিছুই বাংলাদেশ দলকে দারুণ স্মৃতিতে বছর শেষ করার আনন্দ দিলো।

এ টি-টোয়েন্টি সিরিজ শুধু নয়, পুরো সফরেই বাংলাদেশের নায়ক জাকের আলি। তিন ফরম্যাট মিলিয়ে ১০ ইনিংসে ৪০৯ করেছেন জাকের। ফিফটি ছিল চারটি। টেস্ট ও টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা স্কোর এসেছে তার। সিরিজের শেষ ম্যাচে দারুণ শক্তিতে দেখালেন ব্যাটিং পাওয়ার।

জাকেরের ব্যাটিং স্ট্যান্স এমনিতেই বোলারদের বিভ্রান্ত করে। কোন জায়গায় বল ফেলবেন তা নিয়ে দ্বিধা তৈরি করে। বোলারদের সেই দ্বিধায় ফেলে জাকের দারুণ সুবিধা নিয়েছেন। ফিল্ডিং প্লেসিং বুঝে বাউন্ডারী হাঁকানো। স্ট্রেইট ব্যাটে জোরের সঙ্গে শট নেওয়া সব কিছু নতুন রপ্ত করেছেন জাকের।

ওয়ানডেতে তেমন পারর্ফম করতে না পারলেও টি-টোয়েন্টিতে বোলাররাও ভাল করেছে এ সফরে। কোন একক বোলারের ওপর ভরসা নয়। সবাই মিলে দলগত পারফরম্যান্সে ছোট রান যেমন ডিফেন্ড করেছেন তেমনি বড় রানও। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান জুটি সিরিজের প্রতি ম্যাচে দলকে দ্রুত উইকেট এনে দিয়েছেন। তিন ম্যাচে দুজনেরই সাতটি করে উইকেট।

তাদের আঘাতে তিন ম্যাচেই পাওয়ার প্লেতে পথহারা হয়েছে উইন্ডিজ টপঅর্ডাররা। মাঝের ওভারে নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কীর্তি দেখালেন হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিব। ওবল সিমে ডিলেভারি, শর্ট বাউন্সে ব্যাটারদে বিভ্রান্ত করা, পিচ থেকে এক্সট্রা বাউন্স আদায় করা কিংবা স্লোয়ারে রান আটকে দেওয়া সব কিছু একদম পারফেক্ট ছিল হাসান-তানজিমের। শেষ ম্যাচে তাদের সঙ্গে উইকেট নেয়ায় যোগ দেন রিশাদ হোসেন।

সব মিলিয়ে চ্যাম্পিয়নসি ট্রফির আগে নিঁখুত একটি সিরিজ শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ। সঙ্গে নিয়ে আসছে আত্মবিশ্বাস। টি-টোয়েন্টির ইতিবাচকতা পুঁজি করে পরের আন্তর্জাতিক আসরের ছক কষতে পারবে বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়