Apan Desh | আপন দেশ

ইংলিশ হামজা এখন বাংলাদেশি ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৩, ২০ ডিসেম্বর ২০২৪

ইংলিশ হামজা এখন বাংলাদেশি ফুটবলার

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবরই বটে। একজন বিশ্বমানের ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এ খেলোয়াড়কে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সিদ্ধান্ত জানিয়েছে। হামজা নিজেও ফেসবুকের ওয়ালে দেয়া এক ভিডিওবার্তায় বলেছেন, সবকিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগ্গিরই দেখা হবে।

গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেটা পাওয়ার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) দেয় ছাড়পত্র। বিভিন্ন প্রক্রিয়া শেষের পর  বাফুফের আবেদন ঝুলে ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে ছাড়পত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর বাঁধা রইল না হামজার।

হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলও তার বেড়ে উঠা ইংল্যান্ডে। ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে অভিষেক হয় তার। তবে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়নি। এরপর নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানান তিনি।

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। ভারতে হতে যাওয়া সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু হতে পারে তার। হামজাকে পেয়ে খুশি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও,বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো খবর। হামজা দলে ভারসাম্য বাড়াবে, নিশ্চিতভাবেই বলতে পারি এটা।

হামজার সতীর্থ হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা ভীষণ রোমাঞ্চিত। হামজার সঙ্গে মাঠে নামতে উন্মুখ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। বর্তমানে ডেনমার্কে থাকা এ মিডফিল্ডার বলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের খবর। এমন একটা খবরের জন্য দেড় বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিলাম। সে আমাদের দলের জন্য অনেক বড় শক্তি হয়ে আসছে, তাতে দলও ভীষণভাবে উজ্জীবিত হবে। আমি তো চাই তাকে মার্চেই সঙ্গী হিসেবে পেতে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ ম্যাচে সে দলের হয়ে খেললে দারুণ হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়