
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ম্যাচে নায়ক জাকের আলী
রানআউট হয়ে ড্রেসিংরুমে ফিরে রাগে-ক্ষোভে ব্যাট ছুঁরে ফেলেছিলেন। পরক্ষণেই দেখেন আম্পায়ার তাকে ডাকছেন। এরপর মাঠে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার ম্যাচে নায়ক বনে যান জাকের আলী। দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন এ ব্যাটার।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়দের ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ । রেকর্ড গড়া এ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন জাকের আলী। ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। অথচ ১৬ বলে ১৭ রানেই থেমে গিয়েছিল জাকের আলি অনিকের ইনিংস। রান আউট নাটকীয়তার পর আবারও মাঠে আসেন তিনি।
ঘটনার সূত্রপাত ১৫তম ওভারে রোস্টন চেজের করা তৃতীয় বলে। ২ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন জাকের, কিন্তু নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা শামীম হোসেন সাড়া দেননি। দুই ব্যাটসম্যানই এক প্রান্তে চলে আসেন, আর মনে হয়েছিল জাকের রানআউট হয়েছেন। হতাশায় গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায়, শামীমের ব্যাট মাটিতে ছিল না। ফলে রানআউট হয়েছিলেন শামীম, জাকের নয়।
আম্পায়ারের ডাকে আবার মাঠে ফিরতে হয় জাকেরকে। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। একই ওভারের পঞ্চম বলে আবারও রান নিতে গিয়ে আউট হয়ে যান মেহেদী হাসান, কোনো রান না করেই। এ দুই রানআউটের ঘটনাতেই চাপ বেড়ে যায় বাংলাদেশের ওপর।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকের বলেন, ওই রানআউটের ঘটনায় ড্রেসিংরুমে ফিরে রাগে সবকিছুতে লাথি মারছিলাম। তখনই আম্পায়ার আমাকে ডেকে ফেরত পাঠান।
এরপর ১৭ বলে ১৮ রান থেকে সুযোগ কাজে লাগিয়ে জাকের খেলেন ৭২ রানের অসাধারণ ইনিংস। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কার ঝড়ো ইনিংসে জীবন পাওয়ার পর করেন আরও ৫৪ রান। তার ব্যাটিংয়ে বাংলাদেশ ১৮৯ রানের বড় সংগ্রহ পায়।
পুরো সফরেই ছিলেন দুর্দান্ত। টেস্টে ৪৪ গড়ে ১৭৬ রান, ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে ১১৩ রান এবং টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন জাকের আলী।
নিজের পারফরম্যান্স নিয়ে জাকের বলেন, পুরো সিরিজে ভালো খেলেছি। আমি জানতাম, যদি সময় নিতে পারি, রান করবই। তিন সংস্করণে ধারাবাহিক পারফরম্যান্সে জাকের দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে তার ভবিষ্যৎ উজ্জ্বল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।