Apan Desh | আপন দেশ

শামিম-জাকেরের স্পোর্টসম্যানশিপে মুগ্ধ বিশপ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ২১ ডিসেম্বর ২০২৪

শামিম-জাকেরের স্পোর্টসম্যানশিপে মুগ্ধ বিশপ

ছবি : আপন দেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি) প্রতিবছরই ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার প্রদান করে থাকে। এখন পর্যন্ত বাংলাদেশের কেউ পুরস্কার পাননি। এবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ দাবি তুললেন জাকের আলি-শামিম হোসেনকে এ পুরস্কার দেয়ার। বাংলাদেলের এ দুই উদীয়মান তারকার স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন সাবেক এ ক্যারিবিয়ান গ্রেট।

বাংলাদেশ-উইন্ডিজের মধ্যেকার শেষ টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির করা প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে।

ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামিম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।

তখন কমেন্ট্রি বক্সে ছিলেন বিশপ। সেখান থেকে এ ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলেছেন সাবেক এ ক্যারিবিয়ান ক্রিকেটার। এমনকি ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।

তিনি লিখেছেন, যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামিম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতি বছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’। ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়